কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় রাজ্যের তিন পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত তিন পর্যটকের মধ্যে দুই জন কলকাতার বাসিন্দা। অপর জনের বাড়ি পুরুলিয়ায়। সন্ত্রাসবাদীদের নির্বিচার গুলিতে প্রাণ গেছে বৈষ্ণবঘাটার বিতান অধিকারী ও বেহালার বাসিন্দা সমীর গুহের। গুলিতে প্রাণ হারিয়েছেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীষ রঞ্জন মিশ্র। বুধবার রাত ৮টা নাগাদ দমদমে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিতান অধিকারী ও সমীর গুহের দেহ। বিশেষ কনভয়ে সমীর গুহ, ও বিতান অধিকারীর দেহ বিমানবন্দর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঝালদার মণীশ রঞ্জন মিশ্রের দেহ রাঁচী হয়ে বাংলায় আসার কথা।
পহেলগামে খুন হওয়া বেহালার শখের বাজার এলাকার বাসিন্দা সমীর গুহ’র বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়েছেন সিপিআই(এম) নেতা-কর্মীরা। দুঃসংবাদের খবর শোনার পর থেকেই স্থানীয় সিপিআই(এম) কর্মীরা সমীর গুহ’র পরিজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিহত সমীর গুহ’র মরদেহ, স্ত্রী ও কন্যাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এদিন সকালে সমীর গুহ’র পরিজনদের সঙ্গে দেখা করতে যান সিপিআই(এম) নেতা কৌস্তভ চ্যাটার্জি সহ নেতৃবৃন্দ। পরিবারকে পাশে থাকার বার্তা দেন তাঁরা।
কৌস্তভ চ্যাটার্জি নৃশংস হত্যার ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, "সন্ত্রাসবাদী মানসিকতা না থাকলে এই নৃশংস কান্ড ঘটানো যায় না।" তিনি এই ঘটনায় কেন্দ্রের মোদী সরকারের ওপরেও ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, এই ঘটনার দায় কেন্দ্রীয় সরকারকেও নিতে হবে। কাশ্মীরে ৩৭০ তুলে ওঁরা বলেছিলেন সব সমস্যার নাকি সমাধান হয়ে গেছে। কিন্তু বাস্তব চোখে আঙুল দিয়ে সত্যটা দেখিয়ে দিচ্ছে। কাশ্মীরের সাধারণ মানুষও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন।"
Pahalgam Attack
কাশ্মীরে নিহত পর্যটকের দেহ এলো কলকাতায়

×
Comments :0