ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায়। পরিবার সূত্রে জানা যায় ৬ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাই অষ্টম শ্রেণির এক ছাত্রী। এই ঘটনায় হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ ছাত্রীর পরিবার। অনেক খোঁজাখুঁজির পর শনিবার বাড়ির পাশে সরর্ষে ক্ষেতে গলায় ফাঁস দেওয়া ও দুটি চোখ তুলে নেয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মৃতের পরিবারের অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার্থী প্রতিবেশী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ওই কিশোরী। তারপরেই ওই কিশোরীকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায়। তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাকে খুন করে সর্ষের ক্ষেতে ফেলে পালিয়ে যায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন মৃতের পরিবার।
পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। ইতিমধ্যে নিখোঁজ লিখিত অভিযোগ ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
Comments :0