Panchayat vote

রতুয়ায় উদ্ধার কৌটো বোমা

জেলা

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বারুদের স্তূপে পরিণত গ্রাম বাংলা। শাসকদলের মদতে মুড়িমুড়কির মতো ছড়িয়ে পড়েছে বোমা, গুলি। বৃহস্পতিবার ফের উদ্ধার বোমা।
রতুয়া থানার চাঁদমনি -২ গ্রাম পঞ্চায়েতের বালুপুর এলাকায় চাষের জমি থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে রতুয়া থানার পুলিশ এবং বোম ডিসপোজাল স্কোয়াড। কে বা কারা বোমা মজুদ করেছিল খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েত ভোটে সন্ত্রাস সৃষ্টি করতেই এই পরিকল্পনা শাসকের। প্রায় ৪০ টি কৌটা বোমা উদ্ধার হয়েছে বলে খবর। সেখানে বোমা তৈরীর কাজ চলছিল। বিরোধীদের অভিযোগ শাসক দলের দুষ্কৃতীরা এর সঙ্গে যুক্ত রয়েছে। পাল্টা চক্রান্তের অভিযোগ শাসক দলের। থমথমে এলাকার পরিস্থিতি।

Comments :0

Login to leave a comment