ANAYAKATHA / TAPAN KUMAR BIRAGAYA / ANDHYAKARER HRIDAYA / MUKTADHARA / 21 JULY 2025 / 3rd YEAR

অন্যকথা / তপন কুমার বৈরাগ্য / অন্ধকারের হৃদয় / মুক্তধারা / ২১ জুন ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

ANAYAKATHA  TAPAN KUMAR BIRAGAYA  ANDHYAKARER HRIDAYA  MUKTADHARA  21 JULY 2025  3rd YEAR

অন্যকথা

 

অন্ধকারের হৃদয়

তপন কুমার বৈরাগ্য

আফ্রিকা মহাদেশেই প্রথম মানুষের সৃষ্টি হয়েছিল।বহু যুগ থেকে একে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো।আফ্রিকার দুর্গমতারশেষ নেই।এখনো এই দুর্গমতার নিদর্শন চারিদিকে দেখা যায়।কঙ্গো গণতান্ত্রিক দেশে আছে ইতুরি বন।এই বনকে অন্ধকারের হৃদয় বলা হয়।বিখ্যাত লেখক জোসেফ কনরাড এই বনের এইরকম নামকরণ করেন।এই বনের মধ্যে আলো নেই।

কেন আলো নেই? তার কারণ এই বনেই আছে পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চতার গাছ।যার নাম লম্বি গাছ।যার উচ্চতা প্রায় ২০০ফুট।এতো লম্বা গাছ পৃথিবীর কোথাও দেখা যায় না।অন্ধকার হৃদয় মানে অন্ধকার রহস্য। এই গাছের পাতাগুলো খুব বড় বড় এবং গাছগুলো খুব ঘনঘন থাকে তাই নীচেতে একটুও সূর্যের আলো পৌঁছাতে পারে না।
তাই সারাবছর এখানকার মাটি স্যাঁতস্যাঁতে থাকে।ইতুবনের গাছগুলো মূলের উপর নির্ভরশীল।অন্ধকার আর্দ্র পরিবেশে পোকমাকড় ,পশুপাখীর গুঞ্জন।এই পোকামাকড়দের মধ্যে অনেক পোকা আছে যাদের কামড়ে মানুষের সঙ্গে সঙ্গে মৃত্যু পর্যন্ত হতে পারে।এই রকম পোকার নাম হারভেস্টার পিঁপড়া।এখানে আছে প্রচুর বানর, শিম্পাঞ্জি, হায়েনা,হাতি ,বিভিন্ন প্রজাতির পাখি।যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এই বনের উচ্চতা প্রায় ১২০০মিটার।পৃথিবীর সবচেয়ে উঁচু বনভূমি।এই বন যেমন আতঙ্কের তেমনি সুন্দর।বনের মাঝামাঝি দিয়ে বয়ে গেছে ইতুরি নদী।ইতুরি নদী অপূর্ব নদী।নীল জলধারা বনের মধ্যে দিয়ে এঁকে বেঁকে বয়ে চলেছে।বিশ্বের একমাত্র দূষণহীন নদী।এই নদী এই বনভূমিকে অপরূপ শোভায় শোভিত
করে তুলেছে।পর্যটকদের প্রধান আকর্ষণ এই নদী। এই নদীতে স্নান করলে দেহমন সত্যিই সিক্ত হয়ে ওঠে।তবে এখানে আতঙ্কের একটা বিষয় এখানে পিগমি জাতি এবং বাল্টুভাষী লোকেরা বাস করে।যাদের মধ্যে এখনো অনেকে সভ্যতার আলো দেখেনি।এরা উচ্চতায় তিন ফুট থেকে সাড়ে তিন ফুট হয়।এরা এই বনের পশু শিকার এবং ফলমূল খেয়ে জীবনধারণ
করে।এদের হাতে থাকে বিষাক্ত তীর।সভ্য মানুষের কাছে এরাই আতঙ্কের কারণ।এই বন কঙ্গো দেশের ইতুরি প্রদেশে অবস্থিত। ইতুরি নদীর নাম অনুসারে এই বনের নাম হয় ইতুরি বন। বিশ্বের এই একমাত্র বন।যেখানে রহস্য আছে।যে রহস্যের মধ্যে আছে সত্যতা।কিন্তু এই সত্যতা সহজে দেখা যায় না। 


 

Comments :0

Login to leave a comment