Weather

আগামী সপ্তাহে ফের নিম্নচাপ, ভারী বৃষ্টি দক্ষিণে

রাজ্য কলকাতা

শনিবার জলমগ্ন কলকাতার সেন্ট্রাল এভিনিউ চত্বর। ছবি: দিলীপ সেন।

ফের নিম্নচাপ তৈরী হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। বর্তমানে মৌসুমি প্রবাহ এবং তীব্র আর্দ্রতার কারণে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝিতে এই নিম্নচাপ তৈরী হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হাওড়া ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে শনিবার। রবিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি হবে। নিম্নচাপ স্থলভাগের প্রবেশের পর ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কলকাতা সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।  
দার্জিলিঙ, কালিংপঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করে হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দুর্যোগ থাকছে উত্তরবঙ্গে। সোমবার দার্জিলিঙ, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বলে অনুমান আবহাওয়ায় দপ্তরের।

 

Comments :0

Login to leave a comment