protest march

বাংলাভাষীদের উপর আক্রমণ, কলকাতায় প্রতিবাদ মিছিল ২৩ জুলাই

রাজ্য কলকাতা

দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে রাস্তায় নামবে ৯ টি বামপন্থী দল। আগামী বুধবার ২৩ জুলাই ধর্মতলা থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। সোমবার ৯টি বামপন্থী দলের পক্ষ থেকে বিমান বসুর বিবৃতি প্রকাশ করে একথা জানিয়েছেন।

২৩ জুলাই দুপুর ২টোয় ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে মৌলালীর রামলীলা পার্কে হবে এই প্রতিবার মিছিল। সিপিআই(এম) সহ ৮টি বামপন্থী দল এই মিছিলের ডাক দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, "রাজ্যে বর্তমানে বেকারত্ব ব্যাপকভাবে বেড়ে যাওয়ায়, বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থানের জন্য ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে যেতে বাধ্য হচ্ছেন। এদের বেশিরভাগ নিজেদের মধ্যে বাংলায় কথা বলেন। পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশী আখ্যা দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা সংবিধানসম্মত এবং অন্যায় নয়। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী হবে কেন? এরই প্রতিবাদে মিছিল হবে বুধবার।"

বিবৃতিতে দাবি করা হয়েছে যে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দিতে পশ্চিমবঙ্গ সরকারকে আইন তৈরি করতে হবে, রাজ্যস্তরে ডাইরেক্টরেট গড়তে হবে ও জেলায় জেলায় বিশেষ দপ্তর খুলতে হবে। সংবিধানের নির্দেশ অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকারকেও আইন প্রণয়ন করতে হবে। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলা বন্ধ করতে হবে। বাংলা ভাষা ও বাঙালীদের অপমান করার জন্য আসামের বিজেপির মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। বিজেপি সরকারকে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে।

বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বাংলাভাষীদের উপর বিজেপি'র আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সর্বস্তরের মানুষকে শামিল হওয়ার আবেদন জানিয়েছেন।

 

Comments :0

Login to leave a comment