মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
সোমবার দুপুরে ঢাকার একটি স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একটি যুদ্ধ বিমান দুর্ঘটনায় পাইলটসহ এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩১ জন নিহত ও ১৭১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতেদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এমনই আশঙ্কা করছেন চিকিৎসকরা।
বিমান দুর্ঘটনার কারণে সোমবার রাতে এইচএসসি পরীক্ষা স্থগিত বলে জানানো হয়। প্রতিবাদে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে জড়ো হয় হাজার হাজার পড়ুয়া। এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের এক নাম্বার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালালে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন পড়ুয়া আহত হন। সড়ক অবরোধ করে ছাত্র ছাত্রীরা অবস্থান করায় দুপুরের পর থেকে সচিবালয়ের দুপাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে সচিবালয়ের মূল সড়ক থেকে পড়ুয়াদের সরিয়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুপুরে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সরকারের দুই জন উপদেষ্টাসহ প্রেস সচিব শফিকুল আলম ও ছাত্র ছাত্রীদের প্রতিরোধের সম্মুখিন হন। প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সেখান থেকে বের হন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কলেজ প্রাঙ্গণ থেকে তারা বের হন। যুদ্ধ বিমান বিধ্বস্থে নিহতদের বিচার দাবিতে দেশজুড়ে বিভিন্ন জেলাতেও বিক্ষোব করেছে পড়ুয়ারা। ঢাকাতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোডের্র সামনে বিক্ষোভ হয়। রাজশাহী খুলনা চট্রগ্রাম বরিশালেও বিক্ষোভ হয়। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্র ছাত্রীদের সমর্থন জানিয়ে তারা সিলেটের রাজপথে মিছিল করে।
পড়ুয়াদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রকের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। এদিন বিকেল ৪টা নাগাদ সামাজিক মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি লেখেন, ‘‘মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। পড়ুয়াদের ছয় দফা দাবিতে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।’’
এদিকে আহতদের চিকিৎসা ও সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসার সরঞ্জাম ঢাকাতে পাঠানো হচ্ছে।
দুই দেশের বিদেশ মন্ত্রকের আলোচনার ভিত্তিতেই এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন। তিনি বলেছেন, দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে নার্সদের একটি ছোট টিমসহ মঙ্গলবারই ঢাকায় পৌঁছোবে।’’
Comments :0