Book Stall

বড়দিনে পার্ক স্ট্রিটে নজর কাড়ল ছাত্র-যুবদের বুকস্টল

কলকাতা

বৃহস্পতিবার বড়দিনে পার্ক স্ট্রিটে এসএফআই ও ডিওয়াইএফআই’র উদ্যোগে প্রগতিশীল বইয়ের স্টলে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।  প্রতিবছরের মতো এবছরেও বড়দিন উৎসব উপলক্ষে পার্ক স্ট্রিটে প্রগতিশীল বুকস্টলের আয়োজন করে ছাত্র-যুব আন্দোলনের কর্মীরা। ডিওয়াইএফআই’র উদ্যোগে পার্ক ষ্ট্রীট বুক স্টলে ছোট ছোট জন্য প্রকাশিত হল ছোটদের ‘‘রং বুক’’। উদ্বোধন করলেন বিমান বসু ও ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা। সংগঠনের অন্যান্য নেতৃত্ব এবং সংগঠনের প্রাক্তনীরাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্টলকে কেন্দ্র করে ব্যাপক সাড়া মিলছে। 
 

Comments :0

Login to leave a comment