Brigade Rally

ব্রিগেডের সমর্থনে হুগলীর দাদপুরের গ্রামে বৈঠক

জেলা

ব্রিগেডের সমর্থনে দাদপুরের মূলগ্রামে সভায় বলছেন বন্যা টুডু ।

পাট্টাদার উচ্ছেদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের এক নাম হুগলীর দাদপুর থানার বাবনান অঞ্চলের মূলগ্রাম। রাত পোহালেই ব্রিগেড। এই সমাবেশে অংশগ্রহণ করবেন মূলগ্রামের পাট্টাদাররা। জমির অধিকার কেড়ে নেওয়ার গভীর চকান্ত রুখতে হবে। তাই রবিবার মেহনতি মানুষের হকের দাবিতে ব্রিগেড যাওয়ার প্রস্তুতিতে শনিবার গ্রামে বৈঠক হয়। কেন ব্রিগেড যেতে হবে ? ওরা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। আমরা মানুষের অধিকার রক্ষা করবো। সেই লড়াইয়ের বার্তা দিয়েই সভায় বললেন খেতমজুর ইউনিয়নের রাজ্য নেত্রী বন্যা টুডু, জেলা সম্পাদক রামকৃষ্ণ রায় চৌধুরী, জেলা কৃষক সমিতির সম্পাদক স্নেহাশীষ রায়,  খেতমজুর ইউনিয়নের নেতা মিন্টু বেরা ও সৌমেন্দ্রনাথ ঘোষ। সভাপতিত্ব করেন গণেশ ভূমিজ। সভায় মহিলাদের উপস্থিত ছিল উল্লেখযোগ্য। এদিন পাণ্ডুয়ার বেরুই ও গোলাগড়ি গ্রামে মিছিল হয়। ছিলেন  লালু সিং, মায়া সিং, সর্বানি মুরমু, লক্ষ্মী রায় ওআমজাদ হোসেন।
 
 

Comments :0

Login to leave a comment