ICC Test Ranking

আইসিসি টেস্ট ক্রমতালিকায় শীর্ষে বুমরা, জাদেজা

খেলা

বছরের শেষ পুরুষদের আইসিসি টেস্টের ক্রমতালিকায় প্রথম দশে জায়গা পেলেন শুভমন গিল। অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারে চার ধাপ নেমে প্রথম দশের বাইরে চলে গিয়েছেন। গিল ঢুকে পড়েন সেই তালিকায়। অবশ্য আরেক ভারতীয় যশস্বী জয়সোয়াল আট নম্বরে রয়েছেন। 
ভারত সফররত দক্ষিণ আফ্রিকার সঙ্গে চারটি ইনিংসের মধ্যে তিনটি খেলতে পারেননি গিল। 
বোলারদের মধ্যে মিশেল স্টার্কের কড়া চ্যালেঞ্জ টপকে এক নম্বরে জসপ্রিত বুমরা। অস্ট্রেলিয়ার পেসার স্টার্ক ইংল্যান্ডের সঙ্গে সিরিজে খুবই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। স্টার্কের সঙ্গে যুগ্মভাবে দু’নম্বরে রয়েছেন পাকিস্তানের স্পিনার নোমান আলি। 
অল রাউন্ডারের তালিকায় এক নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার মার্কো জ্যানসেন এবং তিন নম্বরে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল যুগ্মভাবে ১১ নম্বরে। 
তবে আইসিসি‘র টেস্ট ক্রমতালিকায় পরিবর্তন হতে পারে তাড়াতাড়িই। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজি ‘অ্যাসেজ’ শেষ হবে নতুন বছরে। বাকি আছে পঞ্চম এবং এই সিরিজের শেষ টেস্ট। সিডনিতে এই টেস্টের পর নতুন বছরের প্রথম তালিকায় বদলের সম্ভাবনা যথেষ্ট, বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Comments :0

Login to leave a comment