রবিবার দুপুরে একটি বেসরকারি বাস দুর্ঘটনায় ১জন যাত্রীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৪১জন। তার মধ্যে ২৫ জন মহিলা ও ৭জন শিশু। এদিন দুপুর শোয়া ৩ টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে কাটোয়ার কোশিগ্রামের কাছে ন’নগরে। যে বাস যাত্রীর মৃত্যু হয়েছে তিনি বাসের ছাদে ছিলেন। তাঁর পরিচয় জানা যায়নি। অন্যদিকে ৩ জন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসে ছাদে ও ভেতরে ঠাসা যাত্রী ছিল। বাসের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রন হারিয়ে উলটে যায়। যাত্রীদের আর্তনাদে স্থানীয় মানুষ দুর্ঘটনাস্থল থেকে জখম যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
Bus Accident katwa
কাটোয়ায় বাস দুর্ঘটনা, মৃত ১, জখম শিশু-সহ ৪১ জন
.jpeg)
×
Comments :0