রবিবার শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচে শতরান করে রেকর্ড গড়লেন স্মৃতি মন্দনা । ত্রিদেশীয় একদিনের সিরিজের ফাইনাল ম্যাচে করেন ১১৬রান। নিজের একদিনের ক্রিকেট ক্যারিয়ারের একাদশতম শতরান স্মৃতির। এই শতরানে দুটি ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গেই ভারতীয় উইমেন্স ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়লেন স্মৃতি। এতোদিনে ৫৩টি ছক্কা মেরে এই রেকর্ড ছিল হারমানপ্রীতের দখলে। এইবার সেই রেকর্ড ভেঙ্গেদিলেন স্মৃতি। হারমানপ্রীত এই রেকর্ড গড়েছিলেন ১২৬ইনিংসে। স্মৃতি এই রেকর্ড গড়লেন মাত্র ১০২ ইনিংসে। ১০২টি একদিনের ম্যাচ খেলে স্মৃতি করে ফেলেছেন মোট ৪৪৭৩রান। যার মধ্যে রয়েছে ৩১ টি অর্ধ এবং ১১টি শতরান। তার এই ধারাবাহিকতাই তাকে বর্তমান এবং ভবিষ্যতে উইমেন্স ক্রিকেটের একজন আদর্শ করে তুলছে।
smriti mandana's new record
নতুন রেকর্ড গড়লেন স্মৃতি মন্দনা

×
Comments :0