সিপিআই(এম) পুরুলিয়া জেলা ২২তম সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৬০ জনের জেলা কমিটি নির্বাচিত হয়েছে।
প্রদীপ রায় জেলা সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
পুরুলিয়া জয়পুরে জেলা সম্মেলন উপলক্ষে এলাকার নামকরণ হয় প্রয়াত সিপিআই(এম) নেতা বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরির নামে। সম্মেলন মন্ত্রীর নামকরণ হয় প্রয়াত নেতা বাসুদেব আচারিয়ার নামে।
সম্মেলনে প্রতিনিধিরা উল্লেখ করেন জনতার সম্পদ কিভাবে লুট হয়ে যাচ্ছে। প্রাকৃতিক সম্পদ লুটে আরো বিপন্ন হচ্ছেন মানুষ। মদত দিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। আরেকদিকে জনতার প্রতিরোধ আন্দোলন ভেঙে দিতে বিজেপি এবং আরএসএস বিভাজনের প্রচার চালাচ্ছে।
দুই শক্তির বিরুদ্ধেই জনতাকে একজোট করে লড়াই জারি রাখার শপথ নিয়েছে সম্মেলন।
রবিবারই জয়পুরে হচ্ছে সমাবেশ। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, দেবলীনা হেমব্রম এবং অমিয় পাত্র বক্তব্য রাখছেন। সমাবেশে যোগ দিয়েছেন বিভিন্ন অংশের বহু শ্রমজীবী মানুষ।
CPIM PURULIA
পুরুলিয়ায় জেলা সম্পাদক ফের প্রদীপ রায়
×
Comments :0