CPI-M Raniganj

বালি চুরি বন্ধ, কাজের দাবিও নারায়ণকুড়ির পদযাত্রায়

জেলা

রানিগঞ্জের নারায়ণকুড়ি গ্রামে বাংলা বাঁচাও পদযাত্রা। ছবি: মলয়কান্তি মণ্ডল।

একশো দিনের কাজ চালু, বন্ধ কলকারখানা চালু, বেকারদের কাজের দাবি সহ তৃণমূল-বিজেপির সেটিং রাজনীতির বিরুদ্ধে শনিবার  রানিগঞ্জের নারায়ণকুড়ি গ্রামে 'বাংলা বাঁচাও' পদযাত্রা করল সিপিআই(এম)। লালঝাণ্ডা নিয়ে পদযাত্রা এলাকা পরিক্রমা করে। মিছিল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়। 
এই এলাকায় দামোদর থেকে অবৈধ বালি তোলা হয়। তা বন্ধ করার দাবি জানানো হয়। সেই সঙ্গে বিজেপি’র বিভাজনের রাজনীতিকে প্রতিহত করে বাংলা বাঁচানোর আহ্বান জানানো হয়। একশো দিনের কাজ, আবাস যোজনার বাড়ি, নারী নিরাপত্তার দাবি তোলা হয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিআই(এম) নেতা সুপ্রিয় রায়, হেমন্ত প্রভাকর, কল্লোল ঘোষ প্রমুখ।

Comments :0

Login to leave a comment