Raniganj CPI-M

বিভাজনের ষড়যন্ত্র ভাঙতে হবে লাল ঝান্ডাকে, আহ্বান রানিগঞ্জে

জেলা

রানিগঞ্জে রথীন ঘোষ স্মারক বক্তৃতায় বলছেন সোমনাথ ভট্টাচার্য । ছবি- মলয়কান্তি মণ্ডল।

শ্রমজীবী মেহনতী মানুষের যন্ত্রণা বিজেপি - আর এস এস,  তৃণমূল বোঝে না।  বিজেপি বিভাজনের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির সুমহান ঐতিহ্যকে কলুষিত করছে। ধর্মের সুড়সুড়ি দিয়ে মানুষকে ভাগ করা হচ্ছে। মেহনতি মানুষের জীবন জীবিকা,  রুটি রুজি বিপন্ন। লালঝাণ্ডা নিয়ে সমস্ত শোষিত অংশের মানুষের কাছে পৌঁছে মেহনতী মানুষের বিরুদ্ধে রচিত ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে  হবে। প্রয়াত কমরেড রথীন ঘোষ স্মরণে আয়োজিত স্মারক বক্তৃতায় কথাগুলি বলেন  সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সোমনাথ ভট্টাচার্য। শুক্রবার  সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটির ডাকে গির্জাপাড়া শহীদ স্মৃতিভবনে রথীন ঘোষ স্মরণে আয়োজিত  স্মারক  বক্তৃতার বিষয় ছিল " ধর্মীয় বিভাজনের শক্তিকে পরাস্ত করতে বিকল্প বাম ও গণতান্ত্রিক শক্তিকে মজবুত করুন। " এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিয় রায়। রুনু দত্ত সহ পার্টি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কল্লোল ঘোষ। আলোচনার শুরুতেই রথীন ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতা নিয়ে আলোচনা করে নেতৃত্ব বলেন, মানুষ যাতে সঙ্ঘবদ্ধ হয়ে নিজেদের অধিকারের দাবি না করে সেজন্য ধর্ম ও জাত পাতের বিভাজনের রাজনীতি করছে আর এস এস- বিজেপি। এরাজ্যে  তৃণমূল  বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। 
সোমনাথ ভট্টাচার্য এদিন বলেন,  হিন্দু - মুসলমানের বিরোধ বাঁধাতে বিজেপি প্রতিদিন বিষ ছড়াচ্ছে। হিন্দু সাম্প্রদায়িকতার শক্তি যতো মাথাচাড়া দেবে ততই মৌলবাদী শক্তি বৃদ্ধি পাবে। সাম্প্রদায়িকতা ও মৌলবাদ সমাজের সমান শত্রু। তিনি বলেন, ধর্ম হল বিশ্বাস,  বিষ হল সাম্প্রদায়িকতা। ধর্মের সাথে রাজনীতি যোগ হলেই তা সাম্প্রদায়িকতার রূপ নেয়। তিনি আরও বলেন, যে রাজনৈতিক দল যে ধর্মকে হাতিয়ার করে সেই দল সেই ধর্মের সবচেয়ে বড় শত্রু। বিজেপির আমলে দেশে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে, অপুষ্টি বাড়ছে, শিশুমৃত্যু বাড়ছে। সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে হিন্দুদের। বিজেপি তৃণমূল ধর্মকে রাজনীতিতে ব্যবহার করছে।দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য বিপন্ন। চুরি, দুর্নীতি নৈরাজ্যের শাসন চালাচ্ছে তৃণমূল সরকার। তৃণমূল ও বিজেপির প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে।  এই দুই দলকেই পরাস্ত করতে হবে। লালঝাণ্ডাই একমাত্র বিকল্প। মেহনতি মানুষের ঐক্য গড়ে লালঝাণ্ডার লড়াইকে জোরদার করার আহ্বান জানানো হয়।

Comments :0

Login to leave a comment