Calcutta football League

প্রথমার্ধের দুরন্ত লড়াইয়ে এগিয়ে রয়েছে সুরুচি সংঘ

খেলা

নৈহাটিতে বহুদিন পর কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে মোহনবাগান। প্রতিপক্ষ সুরুচি সংঘ প্রথমার্ধের শেষে এগিয়ে রয়েছে। প্রতিপক্ষের ডাকাবুকো কোচ রঞ্জন ভট্টাচার্য্য বেশ হোমওয়ার্ক করেই এসেছিলেন মোহনবাগানের বিরুদ্ধে। তার প্রতিফলন মাঠে দেখাচ্ছিল খেলোয়াড়রা। বৃষ্টিস্নাত মাঠে  ম্যাচের৫ মিনিটের মাথায় প্রথম কর্নারটি পায় সুরুচি। ৬ মিনিটে দেবজিত বসাক সুরুচির একটি সহজ সুযোগ মিস করেন বা দিক থেকে আসা সেন্টারটি মোহনবাগান গোলরক্ষক দীপ্রভাত ঘোষ বলটি অ্যান্টিসেপেট না করতে পারায় সুরুচির মিডফিল্ডার দেবজিত বসাক বলটি গোলে পাঠাতে ব্যার্থ হন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সুরুচি সংঘ দারুণ লড়াই করে ম্যাচ ড্র করেছিল। মোহনবাগানের  বিরুদ্ধেও সুরুচির বাড়তি উদ্যম দেখা যাচ্ছিল প্রথমার্ধে । ডান দিক থেকে তপন এবং বা দিক থেকে দেবজিত দুই উইং থেকে মুহুর্মুহু আক্রমণ শানাচ্ছিলেন সুরুচির হয়ে। মোহনবাগানের আক্রমনের ধার ছিল বেশ কম। সুরুচির ডিফেন্ডার পরেশ তোতন , বলরামরা খুব বেশি জায়গা দিচ্ছিলেন না পাসং , মিংগমাদের। মাঝমাঠে ভালই ব্লকিং করছিলেন সুরুচির মিডফিল্ডার পরেশ ও হাওকিপ। প্রথমার্ধে প্রায় ৪ টিরও বেশি কর্নার পেয়েছিল রঞ্জন ভট্টাচার্যের দল। প্রতিপক্ষ মোহনবাগানকে নিয়ে বেশ হোমওয়ার্ক সেরেই নেমেছিলেন রঞ্জন। বলের দখল রেখেই খেলছিল সুরুচি। প্রতিআক্রমণ খেলায় দ্রুততার সঙ্গে আসতে পারছিল না মোহনবাগান। বা বলা ভাল তাদের আসতে দিচ্ছিলেন না সুরুচির খেলোয়াড়রা। পেনিট্রেটিভ জোনে গিয়ে খেই হারিয়ে ফেলেছিল তারা। নির্বিষ ম্যাচে মোহনবাগান গোলটি হজম করল প্রথমার্ধে ৪৫+২ মিনিটে । সুরুচির জোসেফ হাওকিপ দূরপাল্লার শটে মোহনবাগানের জাল কাঁপিয়ে দিলেন । পিছিয়ে পড়ে গেল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আরো উদ্যম নিয়েই খেলতে হবে ডেগি কার্ডোজোর মোহনবাগানকে।

Comments :0

Login to leave a comment