K Kavitha

এবার গ্রেপ্তার রাওয়ের কন্যা কবিতা?
বিজেপি নেতার দাবিতে চাঞ্চল্য

জাতীয়

দিল্লির আবগারি দুর্নীতির অভিযোগের তদন্তে এবার সিবিআই’র হাতে গ্রেপ্তার হবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা। রাওয়ের দল টিআরএস এই আশঙ্কা করছিলই। এবার সোমবার তেলেঙ্গানায় বিজেপি’র এক নেতার মুখে একই দাবি শোনা গেল। 

এই মামলাতেই সিবিআই গ্রেপ্তার করেছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে। সোমবার সিসোদিয়াকে পাঁচদিনের সিবিআই হেপাজত দিয়েছে আদালত। মঙ্গলবার সিসোদিয়ার পক্ষে জামিনের আবেদন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এই অভিযোগের তদন্তে এর আগে আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটে কবিতার নাম উল্লেখ করেছে। 

 

মঙ্গলবার বিজেপি নেতা বিবেকের দাবি গুজরাট এবং পাঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় কে কবিতা দেড়শ কোটি টাকা আম আদমি পার্টিকে দিয়েছেন।  এই লেনদেনের সঙ্গে দিল্লির আবগারি দুর্নীতির যোগাযোগ আছে। 

গত বছর নভেম্বরে হায়দরাবাদে কবিতাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। ইডি’র অভিযোগ, আবগারি নীতির কারণে বেসরকারি সংস্থাগুলিকে সুবিধা পাইয়ে দিয়েছিল দিল্লির ‘আম আদমি পার্টি’ সরকার। এমন একটি সংস্থায় ৬৫ শতাংশ মালিকানা রয়েছে কবিতার।

এদিন বিজেপি নেতার এই বিস্ফোরক দাবির পর মুখ খুলেছেন কে কবিতা। তিনি বলেছেন, "কেন্দ্রে বিজেপি সরকার আট বছর ক্ষমতায় রয়েছে। কিন্তু এই আট বছরের মধ্যে ন'টি রাজ্যে অনৈতিকভাবে বিরোধী রাজনৈতিক দলের সরকার ফেলে দিয়েছে বিজেপি। ঘুরপথে এই রাজ্যগুলিতে ক্ষমতা দখল করেছে।" 

রবিবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আবগারি নীতি মামলায় সিবিআই’র হাতে গ্রেপ্তার হয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী। যে নীতি নিয়ে অভিযোগ, তা গত বছরই বাতিল করেছে দিল্লির ‘আপ’ সরকার। এই নীতিতে বেসরকারি বিভিন্ন সংস্থাকে নিলামের মাধ্যমে মদ বিক্রির লাইসেন্স দেওয়া হয়। দিল্লিতে বরাবর মদের দোকান রাজ্যের নিয়ন্ত্রণে ছিল। নীতি বাতিলের পরও তদন্তে নেমে উপমুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের নিন্দা করেছে বিরোধীরা। 

Comments :0

Login to leave a comment