CHINA TARIFF US

চীনের পাল্টা, আমেরিকার ভুট্টা থেকে মাংসে বাড়ালো শুল্ক

আন্তর্জাতিক

চীনের পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা শুল্ক চাপালো চীন। মার্কিন কৃষি আমদানির একাধিক পণ্যে বাড়িয়ে দিল শুল্কের হার। 
মঙ্গলবার চীনের অর্থ মঞ্চ ঘোষণা করেছে যে আমেরিকা থেকে আমদানি করা মুরগির মাংস গম এবং ভুট্টার উপর বাড়তি ১৫ শতাংশ শুল্ক চালু হবে। 
বাড়তি দশ শতাংশ শুল্ক চাপানো হল আমেরিকা থেকে আমদানি করা গরুর মাংস শুয়োরের মাংস ফল সবজি এবং বিশেষ করে সয়াবিনের ওপর। 
সোমবার চীনের বিভিন্ন পণ্য আম্বানির ক্ষেত্রে অতিরিক্ত শিল্প চাপানোর নির্দেশিকা সই করেন আমেরিকার রাষ্ট্রপতি, ডোনাল্ড ট্রাম্প। পর দিনই পাল্টা শুল্ক চাপালো চীন। 
এবং আমেরিকার শিল্প যুদ্ধে বিশ্ব ও অর্থনীতির সংবাদ আরো গভীর হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা। মঙ্গলবার এশিয়ার বিভিন্ন শেয়ার বাজারে সূচক নামতে শুরু করেছে। 
আমেরিকার স্বার্থরক্ষার লক্ষ্য ঘোষণা করছেন ট্রাম্প। কিন্তু কেবল এই পর্বের শিল্প যুদ্ধে আমেরিকার মোট জাতীয় উৎপাদন ০.১ শতাংশ কমে যাওয়ার অনুমান রয়েছে। কর্মসংস্থান কমে যাওয়া এবং জিনিসের দাম বাড়ার আশঙ্কাও রয়েছে।

Comments :0

Login to leave a comment