USA CHINA

যে কোনও যুদ্ধের জন্য তৈরি, ট্রাম্পের ঘোষণার পরই বলল চীন

আন্তর্জাতিক

শুল্ক বা বাণিজ্য যুদ্ধ তো বটেই, অন্য যে কোনও ধরনের যুদ্ধের জন্যও তৈরি রয়েছে চীন। আমেরিকার রাষ্ট্রপতির শুল্ক ঘোষণার পরপরই চীনের বিদেশ মন্ত্রকের তরফে এই মর্মে পোস্ট করা হলো সোশাল মিডিয়ায়। 
চীনের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র সোশাল মিডিয়ায় লিখেছেন, ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে চীনকে কোনও কিছুতে বাধ্য করা যাবে না। 
চীনের বিদেশ মন্ত্রকের পোস্টে বলা হয়েছে, নেশার ওষুধ ফেনটানিল রপ্তানির ভুয়ো অভিযোগ ছড়িয়ে চীনের পণ্য আমদানিতে শুল্কের হার চড়া হারে বাড়িয়েছে আমেরিকা। আমেরিকায় নেশাগ্রস্ততার জন্য দায়ী সেদেশের সরকার, অন্য কেউ নয়। ফেনটিনিল নিয়ে সমস্যা হলে আলোচনা হতে পারে। সমান মর্যাদা দিয়ে আলোচনা করতে হবে। 
ভারতীয় সময় অনুযায়ী বুধবার ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণ দেন। কেবল চীন নয়, আমেরিকার পণ্য শুল্কের হার বেশি রাখার দায়ে অন্য দেশগুলির সঙ্গে জুড়েছেন ভারতকেও। ট্রাম্প ঘোষণা করেছেন ২ এপ্রিল থেকে। চীন, ভারতের মতো দেশগুলির আমদানিতে বাড়তি হারে শুল্ক নেওয়া শুরু হবে।
ট্রাম্প বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য আমেরিকাকে ফের ধনী বানানো। অন্য বিভিন্ন দেশ আমেরিকার পণ্যে চড়া হারে শুল্ক বসাচ্ছে। এখন আমেরিকাও এই দেশগুলির পণ্য আমদানিতে শুল্ক বসাবে চড়া হারে।’’ 
ট্রাম্প প্রশাসন কানাডা এবং মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ, চীনের পণ্যে ২০ শতাংশ শুল্ক বসিয়েছে।
ট্রাম্প এদিন ভারতকে দায়ী করেছেন আমেরিকার মোটরগাড়ি এবং বাইকের ওপর শুল্কের হার বেশি থাকার জন্য। উল্লেখ্য, নিত্যপণ্য নয় এমন ক্ষেত্রে আমদানিতে শুল্কের হার বেশিই থাকে। আমেরিকার সঙ্গে বাণিজ্যে উলটে ঘাটতি থাকে ভারতেরই। চীন পালটা কড়া পদক্ষেপ ঘোষণা করেছে মঙ্গলবারই। আমেরিকার কৃষি এবং খাদ্য পণ্য আমদানিতে বাড়িয়ে দিয়েছে শুল্কের হার। ভারত এখনও চুপ করেই রয়েছে।

Comments :0

Login to leave a comment