ঘানার জাতীয় ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর দেহ মিলেছে ধ্বংসস্তূপে। আফ্রিকার সংবাদমাধ্যম জানাচ্ছে, ভূমিকম্পে বিধ্বস্ত হাতায়ে প্রদেশে মিলেছে তাঁর দেহ।
তুরস্কের সুপার লিগ ক্লাব হাতায়েস্পোরে গত বছর যোগ দেন আতসু। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির মতো দলেও খেলেছেন তিনি।
আফ্রিকা নিউজ জানাচ্ছে আতসুর এজেন্ট মুরাত উজুনমেহমেত তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। উজুনমেহমুত বলেছেন, হাতায়ে প্রদেশের আন্টাকায়া শহরের একটি বিলাসবহু আবাসনের ধ্বংসস্তূপে আতসুর দেহের খোঁজ পাওয়া গিয়েছে।
তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পের কিছু পর থেকেই আতসুর খোঁজ না মেলার খবর ছড়িয়ে পড়ে। মাঝে তুরস্কে কর্মরত ঘানার রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমের একাংশ দাবি করে আতসুকে জীবিত পাওয়া গিয়েছে। তবে ক্রমশ ক্ষীণ হয়েছে সেই আশা।
Comments :0