CBI CID

সিআইডি'র সিল করা ঘর খোলার অনুমতি সিবিআই'কে

রাজ্য

সিবিআইয়ের আবেদন মত তাদের অস্থায়ী ক্যাম্পে সিআইডি'র সিল করে দেওয়া দুটি কক্ষ খুলে সেখানে থাকা নথিপত্র কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সংগ্রহ করার অনুমতি দিল আদালত। সিবিআইয়ের হেপাজতে বগটুই গণহত্যার মূল চক্রী বড় লালনের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল গত ১২ ডিসেম্বর।  যার তদন্তভার পায় সিআইডি। অপরদিকে এই মৃত্যুর পর রামপুরহাটের যে অস্থায়ী ক্যাম্প থেকে সিবিআই বগটুই কান্ডের তদন্ত পরিচালনা করছিল সেই ক্যাম্পের সামনে চূড়ান্ত বিক্ষোভ প্রদর্শন করেন বড় লালনের পরিজন ও আশপাশের এলাকা থেকে নিয়ে আসা লোকজনেরা। ফলে রাতারাতি সেখান থেকে ক্যাম্প সরিয়ে নেয় সিবিআই। এদিকে বড় লালনের তদন্তভার পাওয়ার পরই 'সক্রিয়' হয়ে সিআইডি সিবিআইয়ের সেই ক্যাম্পের দুটি ঘর ও যে বাথরুম থেকে বড় লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল তা সিল করে দেয়। কিন্তু সিল করা ঘর দুটিতে বেশ কিছু নথি এখনও রয়ে গিয়েছে দাবি করে তা সংগ্রহের জন্য গত ২০ ডিসেম্বর রামপুরহাট আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই। রামপুরহাট আদালতে মঙ্গলবার এই আবেদনের প্রেক্ষিতে শুনানী করে আগামী ৩রা জানুয়ারি বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিল করা ঘর দুটি থেকে নথি সংগ্রহের অনুমতি দিয়েছে সিবিআইকে।

Comments :0

Login to leave a comment