Election counting

বেলা ১টা: কাশ্মীরে এগিয়ে কংগ্রেস জোট, হরিয়ানায় বিজেপি

জাতীয়

বেলা ১টাতেও আসনের ব্যবধান ধরে রেখেছে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট। ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোটের সমর্থিত সিপিআই(এম) প্রার্থী মহম্মদ ইউসুফ তারিগামি কুলগাম কেন্দ্র থেকে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। 

ন্যাশনাল কনফারেন্স এগিয়ে আছে ৪৩ আসনে। কংগ্রেস এগিয়ে আছে ৮ আসনে। বিজেপি এগিয়ে আছে ২৮ আসনে।

জম্মু-কাশ্মীরের পাশাপাশি ভোট হচ্ছে হরিয়ানাতেও। দু রাজ্যেই মোট আসন ৯০। স্পষ্ট গরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪৬ আসন।

হরিয়ানায় এখনো বেশিরভাগ আসনে এগিয়ে বিজেপি। বিজেপি এগিয়ে আছে ৪৮ আসনে। বেলা বারোটার কিছু পরেও নির্বাচন কমিশন জানাচ্ছে কংগ্রেস এগিয়ে আছে ৩৬ আসনে। ভিওয়ানি কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) প্রার্থী ওম প্রকাশ ২৪ হাজারের বেশি ভোটে পিছিয়ে রয়েছেন। 

নির্বাচন কমিশন জানাচ্ছে ৬ আসনে অন্য দলগুলির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

Comments :0

Login to leave a comment