ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা আদায় করে নিল ছোট্ট দেশ কুরাসাও। ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলেনি এর চেয়ে আয়তনে ছোট কোনও দেশ। জামাইকার সঙ্গে যোগ্যতামান অর্জনের খেলায় গোলশূন্য রাখে কুরাসাও। আদায় করে নেয় মূল পর্বের টিকিট। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশের জনসংখ্যা ১ লক্ষ ৫৬ হাজার। জমির আয়তন ৪৪৪ বর্গ কিলোমিটার।
পশ্চিমবঙ্গের কালিম্পঙ জেলার জনসংখ্যাও কুরাসাওয়ের থেকে প্রায় ১ লক্ষ বেশি।
২০২৬ ফিফা বিশ্বকাপের মূলপর্বে উঠেছে হাইতি এবং পানামাও। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে এই বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ।
FIFA World Cup Curacao
ফিফা বিশ্বকাপের মূল পর্বে সবচেয়ে ছোট দেশ কুরাসাও
×
Comments :0