কামারহাটির গ্রাহাম রোডে অটোতে কাটাই গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে মঙ্গলবার সকালে। গুরুতর আহত হন ৬ জন। আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দুজনকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার স্থলে খড়দহ ও কামারহাটি থানার পুলিশ এবং কামারহাটি ফায়ার ব্রিগেডের একটি গাড়ি আসে। এই ঘটনার জন্য আতঙ্ক ছাড়ায় এলাকায়।
প্রাথমিক ভাবে গ্যস সিলিন্ডার বিস্ফোরণের কথা জানা গেয়েছিলো। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত দমকলের আধিকারিক বলেছেন, গ্যস সিলিন্ডার বিস্ফোরণের খবর দিয়ে তাঁদের নিয়ে আসা হলেও , ঘটনাস্থল তল্লাশি করে তাঁরা গ্যস সিলিন্ডার বিস্ফোরণের কোনো চিহ্ন দেখতে পাননি।
ঘটনার প্রায় দু'ঘন্টা পরেও জানা যাচ্ছে এই খবর। কি ভাবে এবং কি বিস্ফোরণ হয়েছে সেটা নিয়ে পুলিশের তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি। ঘটনাটি অত্যন্ত রহস্য জনক। অটোতে কাটা গ্যাস ফিলিং করার একটি চোরাই কেন্দ্রর সামনে থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেলেও বিস্ফোরণের কারণ নিয়ে এলাকার মানুষের মধ্যে নানান জল্পনা শুরু হয়েছে। কিন্তু প্রকাশ্যে কিছু বলতে ভয় পাচ্ছেন সকলেই।
Comments :0