টানা বৃষ্টি এবং ডিভিসি’র জল ছাড়ার জেরে এখন বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। এবার দামোদর নদীর জলের তলায চলে গেল বিঘার পর বিঘা চাষের জমি। ঘটনায় সবাভাবিক জীবন যাত্রা ব্যহত।
ঝাড়খন্ডে দামোদর উপত্যকায় ভারি বর্ষণ থেমে গিয়ে মাঝারি বর্ষণ হচ্ছে। এরমধ্যেই ডিভিসি মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ কমিয়েছে। সোমবার সন্ধ্যায় মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে এক লক্ষ ত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে এক লক্ষ দশ হাজার, নব্বই হাজার কিউসেক করে কমাতে কমাতে সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ মাইথন জালাধার থেকে ২০ হাজার কিউসেক ও পাঞ্চেত জলাধার থেকে ৫৫ হাজার কিউসেক, মোট ৭৫ হাজার কিউসেক জল ছাড়া শুরু হয়েছে। ডিভিসি সূত্রে জানানো হল, আগামী দুই তিন দিন ঝাড়খন্ডে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। নিম্ন দামোদর এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গে দামোদর অববাহিকায় গত দুই দিন প্রবল বৃষ্টিপাত হয়েছে। দামোদরের সঙ্গে সংযোগ রক্ষাকারি বিভিন্ন শাখা নদীতে জলস্তর বেড়েছে। নিম্ন দামোদরে তীরবর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। দুর্গাপুর ব্যারেজের জল ধারণ ক্ষমতা নেই। মাইথন ও পাঞ্চেতড্যামখেকে ছাড়া জল ব্যারেজ থেকে ছেড়ে দেওয়া হচ্ছে।
Comments :0