Orissa

তার ওপরে হওয়া নির্যাতনের কথা বন্ধুদের জানিয়েছিলেন ওড়িশার নির্যাতিতা

জাতীয়

আত্মহত্যা করার আগে তার ওপর হওয়া নির্যাতনের কথা বন্ধুকে জানিয়ে ছিলেন ওড়িশার কলেজ পড়ুয়া। সহপাঠীর মৃত্যুর পর সংবাদমাধ্যমের কাছে একথা জানালেন নিহতের বন্ধু। তিনি বলেছেন, কয়েক মাস আগে নির্যাতিতা তাকে জানায় যে বিভাগীয় প্রধান বিভিন্ন ভাবে তাকে হেনস্তা করছে। তাকে সহযোগীতা করছে না। নির্যাতিতার বন্ধুর কথায় তারা এই বিষয় অধ্যক্ষের কাছে জানাতে গেলে সে বাধা দেয়। তারপর সব বন্ধুদের নিয়ে অধ্যক্ষের কাছে যায় বিভাগীয় প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য এবং তার বিরুদ্ধে কর্তৃপক্ষ যাতে কঠোর পদক্ষেপ নেয় সেই বিষয় আবেদন করার জন্য। ওই ব্যাক্তি আরও জানিয়েছেন বিভাগীয় প্রধান বিভিন্ন ভাবে নির্যাতিতাকে ভয় দেখাতেন। 
ওই ব্যাক্তি জানিয়েছেন তারা অধ্যক্ষের কাছে অভিযোগ জানানোর পর অধ্যক্ষের পক্ষ থেকে বলা হয় যে সময় দেওয়ার জন্য। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়ায় তারা ফের শনিবার অধ্যক্ষের কাছে যান। তিনি বলেন, শনিবার যখন ঘটনা ঘটে তখন কলেজে ভর্তি প্রক্রিয়া চলছিল। তারা কয়েকজন সেই সময় ক্যান্টিনে যায় খেতে তখন জানতে পারে যে নির্যাতিতা গায়ে আগুন দিয়েছেন। পড়ুয়ার কথায় অধ্যক্ষের ঘরে তাকে এমন কিছু বলা হয়েছে যার জন্য সে এই কাজ করতে বাধ্য হয়েছে। 
কলেজ পড়ুয়ার এই আত্মহত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে অভিযুক্ত অধ্যাপক এবং কলেজের অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে।

Comments :0

Login to leave a comment