QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 10 JULY 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ১০ জুলাই ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

QUIZ  AMAL KAR  NATUNPATA   ANS  10 JULY 2025 3rd YEAR

বলতে পারো অমল কর নতুনপাতা, ১০ জুলাই ২০২৫, বর্ষ ৩

 

জিজ্ঞাসা

১.  মোল্লা নাসিরউদ্দীন কে?
২. মোল্লা নাসিরউদ্দীন কবে জন্মগ্রহন করেন?
৩. নাসিরউদ্দীনের সম্পূর্ণ নাম কী?
৪. মোল্লা নাসিরউদ্দীন কোন দেশে জন্মগ্রহন করেন কোন দেশে তাঁর সমাধি রক্ষিত?
৫. মোল্লা নাসিরউদ্দীন কবে মৃত্যু কবে?
৬. কোথায় কবে কেন মোল্লা নাসিরউদ্দীন দিবস পালিত হয়?

সমাধান

১.  একজন মধ্যযুগীয় সুফি সাধক যিনি তার হাস্যরসাত্মক চরিত্র হিসেবে সুপরিচিত। মধ্যযুগে আনুমানিক ত্রয়োদশ শতকে সেলজুক শাসনামলে ইরানের বৃহত্তর খোরাসানে তিনি বসবাস করতেন।
২. ১২০৮ সালে  জন্মগ্রহণ করেন। 
৩.মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা 
৪. মোল্লা নাসিরউদ্দীন তুরস্কের সিভরিহিসার শহরে জন্মগ্রহন করেন, তুরস্কে তার সমাধি রয়েছে। সেই সমাধি ঘিরে প্রতি বছর হয় হোজ্জা উৎসব হয় । 
৫. ১২৭৫ বা ১২৮৪ খ্রিস্টাব্দে কোনিয়ায় মারা যান।
৬. মোল্লা নাসিরুদ্দিন দিবস, যা আন্তর্জাতিকভাবে পালিত হয়, সাধারণত তুরস্কের আকসেইর শহরে ৫ থেকে ১০ই জুলাই এর মধ্যে পালিত হয়। এটি একটি উৎসব, যেখানে মোল্লা নাসিরুদ্দিনের প্রজ্ঞা এবং হাস্যরস উদযাপন করা হয়। 

Comments :0

Login to leave a comment