Dengue, death, kolkata saltlake

ডেঙ্গুতে শহরে একদিনে মৃত ৩

কলকাতা

রাজ্যে ক্রমেই ভয়াবহ রুপ নিচ্ছে ডেঙ্গু(Dengue) । প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সোমবারও কলকাতা ও বিধাননগর মিলিয়ে মোট তিনজনের (3 dead) মৃত্যু হয়েছে বলে খবর। এর আগে সরকারি আধিকারিক চিকিৎসের মৃত্যু হয়েছিল। এবার এনআরএস’র অস্থায়ী সাফাইকর্মীর মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। মৃত ২২ বুবাই হাজরা (Bubai Hazra)  কলকাতারই বাসিন্দা বলে জানা গিয়েছে। কেষ্টপুরের বাসিন্দা সোমনাথ দে (Somnath Dey) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দিন কয়েক আগেই জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। আবার রুবিতেও মৃত্যু হয়েছে আবু সৈয়দ (Abu Sayad) নামে এক মধ্য বয়সী ব্যক্তির। তারও ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারন হিসেবে ডেঙ্গু উল্লেখ করা হয়েছে। 
কলকাতা সহ শিলিগুড়ি, দুর্গাপুরেও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। অথচ রাজ্য সরকারের সে অর্থে ডেঙগু দমনে কোনও রকম ভুমিকা নেই। কার্যত রাজ্য সরকারের উদাসিনতার জেরেই ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গু। কলকতার মেয়র ফিরহাদ হাকিম এই ডেঙ্গু নিয়ে নির্লজ্জের মতো সংবাদ মাধ্যমে দাবি করেছেন যে কলকাতার থেকে অনেক বেশি ডেঙ্গু হয় থাইল্যান্ড, মালেশিয়াত মতো দেশে ও উত্তপ্রদেশেও। এভাবেই কার্যত তিনি তার দায় এড়ানোর চেষ্টা করছেন। চিকিৎসকদের একাংশের দাবি শুধু মাত্র জমা জল নিয়ে প্রচার চালাচ্ছে পৌরসভাগুলি। কিন্তু রাস্তার নোংরা পরিষ্কার করার মতো কাজ এমনকি ডেঙ্গুর বংশ বিস্তার রোধে ওসুধ ছড়ানোর মতো কাজ প্রায় হচ্ছে না বললেই চলে।

Comments :0

Login to leave a comment