Mid day meal workers

সাম্মানিক বৃদ্ধির দাবিতে মিড-ডে মিল কর্মীদের স্মারকলিপি

জেলা

Mid day meal workers


মিড ডে মিলের কর্মীদের ২০১১ সালে শেষবারের জন্যে ৫০০ টাকা সাম্মানিক বেড়েছিলো। মাসে দেড় হাজার টাকা সাম্মানিক মিলছে ১২ বছর ধরে। ছুটি নেই। অথচ ১২ মাস কাজ করে ১০ মাসের সাম্মানিক মেলে। মিড ডে মিলের কর্মীদের নুন্যতম ২১ হাজার টাকা সাম্মানিক, ১২মাসের সাম্মানিক দেওয়ার দাবিতে সোমবার দুপুরে ডি এম অফিস ঘেরাও। যাদিও আলোচনার প্রশাসনের আশ্বাস পেয়ে বিকেলে ঘেরাও অভিযান তুলে নেওয়া হয়। এদিন রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে মিড ডে মিলের কর্মীদের মিছিল শুরু হয়। সিআইটিইউ অনুমোদিত পশ্চিম বঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্দোগে। এদিন ৫ কিলোমিটার মিছিলে পা মেলান রাজ্য সম্পাদিকা কৃষ্ণা রায় চক্রবর্তী শ্যামলী সিংহ, সিআইটিইউ জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী, সিআইটিইউ জেলা নেতা নীলকমল সাহা, রঞ্জন দাস, সারাভারত কৃষক সভার জেলা সভাপতি সম্পাদক উত্তম পাল সুরজিত কর্মকার প্রমূখ নেতৃবৃন্দ।  


মাসিক ২১ হাজার টাকা সাম্মানিক, স্থায়ীকরণ, চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে মান্যতা দেওয়া,  মাতৃত্বকালীন ছুটি,  মৃত কর্মীদের পোষ্যদের চাকরি দেওয়ার দাবিতে এদিন জেলা শাসকের কাছে ১১ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। দাবি আদায়ের অপেক্ষায় দীর্ঘক্ষণ উত্তর দিনাজপুর জেলা শাসকের অফিসের সামনে চলে ধর্না বিক্ষোভ। ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন জেলা সম্পাদিকা শ্যামলী সিংহ, মুক্তারা খাতুন, জয়া রায়, আরতি বর্মন, কালিপদ অধিকারি এবং সি আই টি ইউ জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী। 


দাবির প্রতি সহমত পোষণ করে অতিরিক্ত জেলা শাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানান সংগঠনের নেতৃত্ব। 
 

Comments :0

Login to leave a comment