CITU Engrejbazar

ইংরেজবাজার পৌরসভায় বিক্ষোভ, স্মারকলিপি

জেলা

জঞ্জাল কর বাতিলের মতো নাগরিক জীবনের ১৬ দফা দাবিতে ইংরেজবাজার পৌরসভায় ডেপুটেশন দিল সিআইটিইউ। 
বৃহস্পতিবার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এর আগে শহরের রথবাড়ি থেকে একটা বড় মিছিল শহর পরিক্রমা করে। 
এদিন পুলিশ প্রশাসন পৌরসভার মুখ্য প্রবেশ পথের সামনে ব্যারিকেড খাড়া করে। অথচ কয়েকদিন আগে বিজেপি-কে এভাবে বাধা দেওয়া হয়নি। 
মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে পৌরসভার সামনে এলে সভা শুরু হয়। বক্তব্য রাখেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা অম্বর মিত্র, সিআইটিইউ নেতা প্রণব দাস, দেবজ্যোতি সিনহা, কৌশিক মিশ্র প্রমুখ।
আর্সেনিকযুক্ত পানীয় জল, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের প্রতিশ্রুতি পালন না হওয়ায় ক্ষোভ জানান বক্তারা। পুকুর বুজিয়ে ফেলা, প্রোমোটার রাজ কায়েম, পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ, পৌরসভার অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ নাগরিক স্বার্থবাহী দাবি তুলে ধরেন। ব্যাপক দুর্নীতির কথা তুলে ধরে বলেন আজকের কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন শেষ হবে না।

Comments :0

Login to leave a comment