ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের তিন রাজ্যে ভোট মিটতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। মাসের শুরুতেই মধ্যবিত্তের হেঁসেলে আগুন লাগালো রান্নার গ্যাস। এক লাফে রান্নার গ্যাসের দাম অনেকটাই বৃদ্ধি করল কেন্দ্র। মঙ্গলবার মধ্যরাত থেকে ঘরোয়া রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা। কলকাতায় গ্যাসের দাম বেড়ে দাঁড়াচ্ছে সিলিন্ডার প্রতি ১ হাজার ১২৯ টাকা। আগে দাম ছিল ১ হাজার ৭৯ টাকা। একেই জিনিসপত্রের দাম বাড়ছে, তার উপরে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে রান্নার গ্যাসের দাম।
বুধবার ১ মার্চ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। শুধু ঘরোয়া রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নয় দাম বেড়েছে হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ৩৫২ টাকা। এবার ১৯ কেজি বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য দিতে হবে ২ হাজার ২২১ টাকা ৫০ পয়সা।
রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। রান্নার গ্যাসের যা দাম বেড়েছে তাতে সকলের রান্নার ঘরে চোখের জল ফেলার ব্যবস্থা করেছে মোদী সরকার।
দুর্মূল্যের বাজারে গ্যাস সিলিন্ডার না কিনে উপায় নেই সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে মাসের সাংসারিক বাজেট বেড়ে যাচ্ছে আমজনতার। নিম্ন মধ্যবিত্তের পক্ষে এই খরচের জোগান দেওয়াই সবথেকে বড় অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রান্নার গ্যাসের এই দাম বৃদ্ধি আম জনতার আর্থিক পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে বলেই আশঙ্কা ওয়াকিবহালমহলের।
Comments :0