রবিবার আইএসএলের ম্যাচে গোয়ার বিরুদ্ধে নামবে লাল হলুদ। ফটোর্ডা স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ টায়। ডার্বি হারের পর একের পর এক সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল। চোট পেয়ে বেশ কয়েকদিনের জন্য ছিটকে গিয়েছে আনোয়ার আলী। তাই রক্ষণে হিযাজি ও চুংনুংগা শুরু করবেন। ডানদিকে নিশু ও বাঁ দিকে খেলতে পারেন নন্দা। মাঝমাঠে জিকসনের সঙ্গী হবেন মহেশ । উইং প্লে তে থাকবেন বিষ্ণু ও রিচার্ড। দুই স্ট্রাইকার ডিয়ামেন্টেকোস ও ডেভিড। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়ায়। ময়দানের এই প্রবাদবাক্যকে রবিবার বাস্তবে রূপান্তরিত করতে বদ্ধপরিকর অস্কার।
East Bengal
গোয়ার মুখোমুখি ইস্টবেঙ্গল
×
Comments :0