৪২ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। দুর্নীতির ধুয়ো তুলে এমন বিশাল অঙ্কের অনুদানই খারিক করতে নামছেন এলন মাস্ক।
রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ‘সরকারি দক্ষতা বিভাগ’ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এই সরকারি পদে বসিয়েছেন ধনকুবের টেসলা, স্পেসএক্স-র মালিক মাস্ককে। এই বিভাগই দেদার ছাঁটাই করছে সরকারের বিভিন্ন স্তরে। এবার অনুদানও বাতিলের দিকে এগচ্ছে।
ফক্সকে সাক্ষাৎকারে মাস্ক বলেছেন, বেশিরভাগই অনুদান। এই খরচ বাতিল করাই যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করাচ্ছেন উগ্র দক্ষিণপন্থা শ্রমজীবীর মজুরি এবং সামাজিক সুরক্ষার বিপক্ষেই অবস্থান নিচ্ছে বিশ্বময়। দুর্নীতিগ্রস্তদের না ধরে দুর্নীতির নাম করে অনুদান বন্ধ করছে। সেখানে বিদেশি বা অভিবাসী তত্ত্বকে সামনে আনাও অভিন্ন কৌশল।
অনুদান ঘিরে দুর্নীতির অভিযোগ যদিও আছে। সামাজিক সুরক্ষা ইনস্পেকটর জেনারেলও জানিয়েছিলেন যে ২০১৫ থেকে ২০২২ পর্বে এমন ঘটনা চিহ্নিত তবে। অনুদান বাবদ খরচের ১ শতাংশ গরমিল রয়েছে। এই হিসেবকে উলটে দিচ্ছেন মাস্ক। কোনও সমীক্ষাই ছাড়াই ‘বিপুল দুর্নীতি’-র দাবি জানাচ্ছেন। দুর্নীতিগ্রস্তদের ধরা বদলে অনুদান প্রকল্পই বাতিল করছেন। মাস্কের দাবি অনুদানের টাকা যাচ্ছে যতজনের কাছে তার মধ্যে অন্তত ২ কোটি মৃত।
যে যে খাতে অনুদান বাতিল করতে চাইছেন মাস্ক তার মধ্যে রয়েছে শিশুদের প্রকল্প। রয়েছে অবসরপ্রাপ্তদের প্রকল্পও।
অনুদান বাতিলের সঙ্গে ‘বিদেশি’ তত্ত্বকেও জুড়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান সহযোগী। ফক্স-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘সরকারি অনুদান প্রকল্পের মাধ্যমে ডেমোক্রাটিক পার্টি অবৈধ অভিবাসীদের আমেরিকায় টেনে এনেছে। এদেরকে ভোটকে নিশ্চিত করে রাজনৈতিক ফয়দা তুলেছে।’’
বিশ্বের সবচেয়ে বেশি সম্পদের মালিক মাস্কের নিজের একাধিক সংস্থা রয়েছে।
রিপাবলিকান পার্টির বড় অংশ এবং রাষ্ট্রপতি ডোানাল্ড ট্রাম্পের পূর্ণ সহায়তাতেই মাস্ক ব্যয় সঙ্কোচনের বড় মাপের কর্মসূচির প্রচার চালাচ্ছেন।
গত ফেব্রুয়ারিতে সংবাদ প্রতিষ্ঠান সিএনএন’র সমীক্ষায় জানানো হয়েছিল আমেরিকার অর্খেক মানুষই মাস্ককে অপছন্দের কথা জানাচ্ছেন সরাসরি। এই অংশের মত, সরকারি প্রধান পরিচালকদের মধ্যে ধনকুবের মাস্ককে এনে ঠিক করেননি ট্রাম্প।
ওয়াশিংটন পোস্টের একটি সমীক্ষায় বলা হয়েছে যে আমেরিকার জনতা দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটি অংশ মনে করছে যে বাজে খরচ কমানোর নামে মাস্কের আসল ফন্দি জনতার জন্য বরাদ্দ অনুদান বাতিল করা।
Musk Social Security
দুর্নীতির নামে বাতিল করবেন সামাজিক সুরক্ষার অনুদান, বোঝালেন মাস্ক

×
Comments :0