East Bengal Mohun Bagan

বড় ম্যাচেও ভরল না যুবভারতীর গ্যালারি

খেলা

East Bengal Mohan Bagan ফাঁকা গ্যালারির ছবি, খেলা শুরুর খানিকক্ষণ আগে যুবভারতীতে।

খেলা শুরুর মুখেও ফাঁকা যুবভারতীর গ্যালারি। বিস্মিত দর্শকদের অনেকেই। শেষ করবে এমন দৃশ্য দেখতে হয়েছে বলতে পারছেন না কেউই।

৭.৩০ মিনিটে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে সবুজ মেরুন এবং লাল হলুদ। অথচ মাঠের অনেকটাই ভরেনি। 

গত ম্যাচে ইস্টবেঙ্গল ১-০ গোলে হারিয়েছে মুম্বাই সিটি এফসিকে এবং এটিকে-মোহনবাগান ২-১ গোলে হারিয়েছে কেরালা ব্লাস্টার্সকে। এখনও অবধি আইএসএলে এটিকে মোহনবাগানকে একবারও হারাতে পারেনি ইস্টবেঙ্গল। উল্টে এটিকে-মোহনবাগানের জয়ের সংখ্যাই বেশি। আইএসএলে এই মরশুমের প্রথম ডার্বিতেও জয় পায় সবুজ মেরুনব্যাবধান ছিল ২-০। 

এগিয়ে এটিকে-মোহনবাগান। লীগ টেবিলের অঙ্ক অনুযায়ীটানা অষ্টমবার যদি এটিকে-মোহনবাগান ডার্বি জিততে পারে তাহলে, তাহলে লিগ তালিকার  তিন নম্বরে উঠে আসবে। 

দলের স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস জানিয়েছেনইস্টবেঙ্গল শক্তিশালী দল।লীগ চ্যাম্পিয়নদের হারিয়েছে। ফলে ওদের ছোটো করে দেখছি না। সবুজ মেরুন ডিফেন্ডার শুভাশিস বসু বলছেনকেরল ম্যাচেই দল প্রমাণ করেছে চাপের মুখে কীভাবে নিজেদের মেলে ধরতে হয়। তাই আমাদের কোনো চাপ নেই। 

অপরদিকে ইস্টবেঙ্গলের কোচ কনস্ট্যানটাইনও  জানিয়েছেনতারা এই ম্যাচ জয়ের জন্যই খেলতে নামবেন। ঐতিহ্যের ডার্বিতাই লালহলুদ ফুটবলাররা তাদের সেরাটাই দেবে। 

তবে ম্যাচ শুরুর পর গ্যালারি ভরে কিনা তাকিয়ে ক্রীড়ামহল।

খেলা শুরুর মুখেও ফাঁকা যুবভারতীর গ্যালারি। বিস্মিত দর্শকদের অনেকেই। শেষ করবে এমন দৃশ্য দেখতে হয়েছে বলতে পারছেন না কেউই।

৭.৩০ মিনিটে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে সবুজ মেরুন এবং লাল হলুদ। অথচ মাঠের অনেকটাই ভরেনি। 

গত ম্যাচে ইস্টবেঙ্গল ১-০ গোলে হারিয়েছে মুম্বাই সিটি এফসিকে এবং এটিকে-মোহনবাগান ২-১ গোলে হারিয়েছে কেরালা ব্লাস্টার্সকে। এখনও অবধি আইএসএলে এটিকে মোহনবাগানকে একবারও হারাতে পারেনি ইস্টবেঙ্গল। উল্টে এটিকে-মোহনবাগানের জয়ের সংখ্যাই বেশি। আইএসএলে এই মরশুমের প্রথম ডার্বিতেও জয় পায় সবুজ মেরুনব্যাবধান ছিল ২-০। 

এগিয়ে এটিকে-মোহনবাগান। লীগ টেবিলের অঙ্ক অনুযায়ীটানা অষ্টমবার যদি এটিকে-মোহনবাগান ডার্বি জিততে পারে তাহলে, তাহলে লিগ তালিকার  তিন নম্বরে উঠে আসবে। 

দলের স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস জানিয়েছেনইস্টবেঙ্গল শক্তিশালী দল।লীগ চ্যাম্পিয়নদের হারিয়েছে। ফলে ওদের ছোটো করে দেখছি না। সবুজ মেরুন ডিফেন্ডার শুভাশিস বসু বলছেনকেরল ম্যাচেই দল প্রমাণ করেছে চাপের মুখে কীভাবে নিজেদের মেলে ধরতে হয়। তাই আমাদের কোনো চাপ নেই। 

অপরদিকে ইস্টবেঙ্গলের কোচ কনস্ট্যানটাইনও  জানিয়েছেনতারা এই ম্যাচ জয়ের জন্যই খেলতে নামবেন। ঐতিহ্যের ডার্বিতাই লালহলুদ ফুটবলাররা তাদের সেরাটাই দেবে। 

তবে ম্যাচ শুরুর পর গ্যালারি ভরে কিনা তাকিয়ে ক্রীড়ামহল।

(ছবি: অচ্যুৎ রায়)

Comments :0

Login to leave a comment