শনিবার রাত ১:৩০টায় ( রবিবার ) সেভিয়ার কার্তুজা স্টেডিয়ামে হবে ' এল ক্লাসিকো ' । কোপা দেল রের সেমিফাইনালে নামবে বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ। এই মরশুমের এটি তৃতীয় ' এল ক্লাসিকো '। এর আগের দুটি ' এল ক্লাসিকো 'তে বার্সার কাছে নাস্তানাবুদ হয়েছিল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে ৪ গোল এবং সুপার কাপের ফাইনালে ৫ গোলে পর্যদুস্ত হয়েছিল ' লস ব্ল্যাঙ্কসরা ' । ফলে রবিবার প্রতিশোধের ম্যাচ এম্ব্যাপেদের । তবে ম্যাচের আগেই শুরু হয়েছে রেফারি নিয়ে বিতর্ক । ফাইনালে রেফারির দায়িত্বে থাকবেন রিকার্ডো ডে বুর্গোস। এই রেফারির বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে এবার চিঠি দিয়েছে রিয়াল মাদ্রিদ। এর আগের বহু ম্যাচে রিকার্ডো পক্ষপাতজনিত সিদ্ধান্ত দিয়েছেন রিয়ালের বিরুদ্ধে। এই মর্মেই ফেডারেশনকে চিঠি দিয়ে ফাইনালের রেফারি পরিবর্তনের আর্জি জানায় তারা। ম্যাচের আগে নিয়ামানুযায়ী প্রেস কনফারেন্সও আসেননি রিয়ালের কেউ। নিয়মানুযায়ী রেফারিদেরও আসতে হয় প্রেস কনফারেন্সে। সেখানেই এই ব্যাপারটি নিয়র প্রশ্ন করা হলে দুঃখেই আবেগান্নিত হয়ে পড়েন রিকার্ডো। ম্যাচের আগে আরো একটি রেকর্ড ঘোরাফেরা করছে দুই শিবিরে। বার্সার সমর্থকরা যা শুনলে খুশি হলেও , সুখকর হবেনা মাদ্রিদিস্তাদের জন্য। এখনও অব্দি কোনো ফাইনালে হারেননি বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তবে ফর্ম না থাকলেও হালকাভাবে নেওয়া যাবেনা রিয়াল মাদ্রিদকে নিজেদের দিনে ভিনি এম্ব্যাপে , রড্রিগো , বেলিংহ্যাম, ভালভার্দে , মড্রিচরা ছারখার করে দেওয়ার ক্ষমতা রাখে যেকোনো প্রতিপক্ষকেই। ফলে এই মরশুমে বার্সার প্রথম ট্রফি জয় ও ফ্লিকের রেকর্ড অক্ষুন্ন রাখার মাঝে প্রাচীর হয়ে দাঁড়াতে পারে এম্ব্যাপে , রড্রিগো , বেলিংহ্যাম, ভালভার্দে , মড্রিচ এবং কোচ কার্লো আন্সেলোত্তির ক্ষুরধার মস্তিস্ক।
বার্সিলোনার সম্ভাব্য প্রথম একাদশ ( ৪-২-৩-১ ) - সেজনী , কুন্ডে ,কুবার্সি , ইনিগো মার্টিনেজ , জেরার্ড মার্টিন , পেড্রি , লামিন ইয়ামাল , রাফিনহা , ড্যানি ওলমো, ফ্র্যাঙ্কি ডি জং ও ফেরান টোরেস ।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রথম একাদশ ( ৪-২-৩-১ ) - কুর্তোয়া , রুডিগার , এসেনসিও , মেন্ডি , ভালভার্দে , চুয়ামেনি , সিবায়োস , রড্রিগো , বেলিংহ্যাম , ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এম্ব্যাপে।
Comments :0