RG Kar CASE VERDIC

বৃহত্তর ষড়যন্ত্র ফাঁসে চলবে লড়াই: আরজি কর রায়ে প্রতিক্রিয়া সেলিম, মীনাক্ষীর

রাজ্য কলকাতা

আরজি কর কাণ্ডে নিম্ন আদালতের রায়ে বৃহত্তর ষড়যন্ত্রের পর্দা ফাঁস করা হয়নি। ফলে প্রকৃত বিচারের জন্য লড়াই চলবে। সোমবার প্রতিক্রিয়ায় এমনই মত জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন সিবিআই, সাধারণ মানুষ, পরিবার সবাই বলেছে এর মধ্যে বৃহত্তর ষড়যন্ত্র আছে। তদন্তে সেই বৃহত্তর ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার কথা। একেবারে অতলে গিয়ে সত্যকে বার করার কথা। তা হলো না। সিবিআই’র তদন্ত বিশ্বাসযোগ্য হলো না। বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করতে পারল না আদালতে।
সেই সঙ্গে তিনি বলেছেন, এই রায় হয়েছে নিম্ন আদালতে। এর পর অনেক ধাপ আছে। 
তিনি বলেন যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। যাদের ওখানে দেখা গিয়েছিল তাদের মোবাইল লোকেশন চিহ্নিত করে তদন্ত করা দরকার ছিল, তা হয়নি।
ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী বলেন যে পশ্চিমবঙ্গের অপরাধ প্রবণতাকে কমানোর জন্য বিচার ব্যবস্থার কাজ করা দরকার। আজকের রায়ে অপরাধ প্রবণতাকে শিকড় থেকে তুলে আনার কোনও প্রচেষ্টা ছিল না। অপরাধ প্রবণতাকে কমানোর কোনও প্রচেষ্টা ছিল না। গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন। 
তিনি আরও বলেন, গোটা রাজ্যের মানুষ, বিচার ব্যবস্থা এবং পুলিশ প্রশাসন কারোর জানতে বাকি নেই যে এই ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে রাজ্যের সরকার ও বিজেপি। এক গভীর সেটিং। কিন্তু মাছ কী কখনো শাক দিয়ে ঢাকা যায়? মাছ পচতে শুরু করেছে। তার দুর্গন্ধ গোটা পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। ফলত রাজ্যের মানুষ রাস্তার দখল নেবেনই। এই দুর্নীতি, এই অপশাসন, এই দুষ্কৃতী এবং অপরাধকে আড়াল করার মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।

Comments :0

Login to leave a comment