Four Killed

এক শিশু সহ একই পরিবারের ৪ জনের মৃত্যু ওড়িশার ইটভাটায়

জাতীয়

সাত বছরের এক শিশু সহ একই পরিবারের ৪ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে ওড়িশার একটি ইটভাটায়। ঘটনাটি ঘটেছে ওড়িশার ঢেনকানাল জেলার কান্তবাঞ্জি পুলিশ থানার এলাকার কমলাং গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে নিহতের ছত্তিশগড়ের বাসিন্দা। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। 
জানা গেছে শুক্রবার রাতে তাঁরা ইটের ভাটায় আগুন লাগিয়ে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে ইটভাটার অনান্য শ্রমিকরা তাদের অচেতন অবস্থায় দেখতে পায়। দ্রুত তাদের উদ্দার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান ইটভাটায় আগুন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধে ওই পরিবারের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় কান্তবাঞ্জি থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ওই ইটভাটার অনান্য শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করছে। 

Comments :0

Login to leave a comment