মরশুমের এই সময়ে সিকিমে প্রবল তুষারপাতে মেতে উঠলো পর্যটকরা। নর্থ সিকিমে প্রবল তুষারপাত ঘটেছে। মঙ্গলবার রাত থেকেই প্রবল তুষারপাত শুরু হয়েছে নর্থ সিকিমে। তুষারপাতের জেরে লাচেন ও ইয়ুংথামের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাচেনের রাস্তা সাদা বরফের চাদরে ঢেকে গেছে। চারিদিকে শুধু সাদা আর সাদা।
প্রবল তুষারপাত বুধবার সকালেও অব্যাহত ছিলো। তুষারপাতের জেরে এদিন বহু সংখ্যক পর্যটক যাদের নর্থ সিকিম বেড়াতে যাবার কথা ছিলো তারা সিকিমে পৌঁছাতে পারেননি। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সিকিমের লাচেনে চেকপোষ্টেই পর্যটকদের আটকে দেওয়া হয়েছে। সাধারনত এই সময়ে সিকিমে তুষারপাত হয় না। কিন্তু যে সমস্ত পর্যটকরা ইয়ুংথামে রয়েছে অসময়ের তুষারপাতে তারা আনন্দে মেতে ওঠেন। আর যে সমস্ত পর্যটকরা সিকিমের ইয়ুংথাম পৌঁছাতে পারেনি তাদের মধ্যেও তুষারপাতের এই আনন্দ উপভোগ করতে না পারার আক্ষেপ দেখা দিয়েছে।
Comments :0