হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি বিলম্বিত হওয়ার আবহের মধ্যেই রবিবার মুক্তি দেওয়ার পরিকল্পনা করা তিন ইজরায়েলি বন্দীর নাম প্রকাশ করা হয়েছে। এর আগে ইসরায়েল জানিয়েছিল, হামাসের মুক্তি পাওয়া ৩৩ বন্দীর তালিকা না পাওয়া পর্যন্ত তারা গাজায় লড়াই চালিয়ে যাবে।
হামাস জানিয়েছে, রবিবার যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে রোমি গোনেন, এমিলি দামারি ও ডোরন স্টেইনব্রেচার নামের তিন মহিলাকে বন্দীকে মুক্তি দেওয়া হবে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, হামাস সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দীদের নাম প্রকাশ করার পর ইজরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, তারা গাজায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।
ইজরায়েলি সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, হামাস বন্দীদের নাম হস্তান্তর না করা পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না।
রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও দুই ঘণ্টারও বেশি সময় ধরে যুদ্ধবিরতি বিলম্বিত হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির এই পর্যায় ৪২ দিন ধরে চলবে বলে আশা করা হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সময় হামাসের হাতে অপহৃত অবশিষ্ট ৯৮ জন ইজরায়েলি বন্দীর মধ্যে ৩৩ জনকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইভাবে বিভিন্ন কারাগারে বন্দি প্রায় দুই হাজার প্যালেস্তিনীয়কেও মুক্তি দেবে ইজরায়েল।
world
গাজায় যুদ্ধ বিরতিতে বিলম্ব, ৩ বন্দীর নাম প্রকাশ হামাসের
×
Comments :0