গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিয়েই চলেছে ইজরায়েল। আগ্রাসনের নতুন কায়দা বের করছে। এই সময়কে প্যালেস্তাইনের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। গাজার সব অংশকে জাতীয় স্বার্থকে প্রধান গুরুত্ব দিতে হবে।
টেলিগ্রাম চ্যানেলে বিবৃতিতে শুক্রবার একথা বলেছেন হামাসের মুখপাত্র হাজেম কাসেম। তিনি বলেছেন, ‘‘জাতীয় ক্ষেত্রে সর্বসম্মতির প্রয়োজন।’’
কাসেম বলেছেন, ‘‘গাজার প্রশাসনিক দায়িত্বের ক্ষেত্রে প্যালেস্তিনীয় অথরিটিকে অবহেলা করা চলে না। কারণ এই প্রশাসন প্যালেস্তাইনেরই।’’ তিনি বলেছেন, ‘‘এই সময়টি বিপজ্জনক কেবল হামাসের পক্ষে নয়, প্যালেস্তাইনের সবার পক্ষে। কেবল গাজা নয়, বিপদে রয়েছে প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কের মানুষও।’’
কাসেম বলেছেন, ‘‘হামাস সংঘর্ষবিরতির প্রতি দাববদ্ধ। কিন্তু ইজরায়েল আগ্রাসন চালাচ্ছে। সংঘর্ষবিরতি ঘোষণার পরও ৯০ জনের বেশি প্যালেস্তিনীয়কে হত্যা করেছে। আটকাচ্ছে ত্রাণ। ইজরায়েল মুখে এক কথা বলছে, করছে আরেক।’’
এদিকে মৌখিকভাবে আমেরিকা ওয়েস্ট ব্যাঙ্ককে দখল করার পরিকল্পনা স্থগিত রাখতে বলেছে ইজরায়েলকে। মধ্য প্রাচ্যের সংবাদমাধ্যমের একাংশ মনে করিয়েছেন যে প্যালেস্তাইনকে সডবাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে এখনও নির্দিষ্ট কিছু বলেনি আমেরিকা। তবে হামাস প্রাথমিকভাবে আমেরিকার এই অবস্থানকে ইতিবাচক বলেছে।
সংঘর্ষের সময় তো বটেই, বিরতি ঘোষণার পরও বারবার গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইজরায়েল। এবার গাজায় বেশি পরিমানে ত্রাণ প্রবেশ করানোর জন্য ইজরায়েলের সাথে কথা হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও রয়েছেন ইজরায়েলে।
এদিন হামাস মনে করিয়ে দেয় যে তারা যুদ্ধ বিরতি চুক্তির প্রথম পর্বের সব শর্ত মেনে জীবিত বন্দিদের মুক্তি দিচ্ছে। পাশাপাশি মৃত বন্দিদেরও দেহ ফেরত পাঠানো হয়েছে। বাকি দেহ গুলি পাঠানোর ব্যবস্থা ও করা হয়। কিন্তু রাফা ক্রসিং বন্ধ করে প্রয়োজনীয় ত্রাণ পৌঁছাতে বাধা সৃষ্টি করছে ইজরায়েল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও স্বাস্থ্য পরিষেবা ও ত্রাণ প্রবেশের জন্য গাজার বর্ডারগুলি উন্মুক্ত করার কথা বলা হয়।
Gaza Hamas
ইজরায়েল মুখে এক বলে, করে আরেক: সতর্কবার্তা হামাসের
ইজরায়েলের অবরোধে সীমান্তে আটকে ত্রাণ।
×
Comments :0