ইজরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে রকেট আঘাত করার দাবি জানালো হেজবোল্লা। লেবাননের এই সশস্ত্র বাহিনী শনিবার বলেছে, ‘‘ইজরায়েলের উত্তর অংশে মেইশরে তাদের গোয়েন্দা ঘাঁটিতে রকেট আক্রমণ করা হয়েছে।’’
ইরানে ইজরায়েলের হানার খবর বেরনোর পর এই দাবি জানিয়েছে লেবাননের হেজবোল্লা। ইরানের বায়ুসেনার দাবি ইজরায়েলের ক্ষেপণাস্ত্র আক্রমণ সাফল্যের সঙ্গে প্রতিরোধ করা গিয়েছে।
চলতি পর্বের সংঘাতের শুরু গত বছরের অক্টোবরে প্যালেস্তাইনের গাজায় ইজরায়েলের আগ্রাসন ঘিরে। গাজায় গণহত্যার অভিযোগে সরব বিশ্ব জনমতের বড় অংশ। প্যালেস্তাইনের অপর প্রান্ত, ওয়েস্ট ব্যাঙ্কে, শনিবারও ইজরায়েলের হামলায় শিশুসহ ১৫ নাগরিকের মৃত্যু হয়েছে।
গাজায় ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বারবারই সরব হয়েছে ইরান এবং লেবাননের হেজবোল্লা। হেজবোল্লার সঙ্গে সংঘাতেও নামে ইজরায়েল। গুরুতর বিমানহানা চালায় রাজধানী বেইরুট সহ লেবাননের বিভিন্ন অংশে নাগরিক বসতিতে। যার পালটা পদক্ষেপে ইরান ইজরায়েলের সেনা ঘাঁটিতে হামলা চালায় কয়েকদিন আগে।
ইজরায়েলের সেনা শনিবার বলেছে, ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে চালানো হয়েছে আক্রমণ। বিশেষ করে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলিতে ক্ষেপণাস্ত্র হানা হয়েছে। এখানে তৈরি ক্ষেপণাস্ত্রই ইরান ইজরায়েলের ওপর ব্যবহার করেছিল।
ইজরায়েলের সেনার আরও দাবি, ইরানের কয়েকটি সামরিক বিমান ঘাঁটিতেও হামলা করা হয়েছে।
ইরানের বায়ুসেনার প্রধান দপ্তর থেকে বলা হয়েছে, ইলাম, খুজেস্তান এবং তেহরানের ঘাঁটিতে হামলা হয়েছে। তবে বিবৃতিতে ইরানের বায়ুসেনার দাবি, সাফল্যের সঙ্গে ইজরায়েলের হানার মোকাবিলা করা হয়েছে। ইরানের সেনা জানিয়েছে ইজরায়েলের হামলায় তাঁদের দুই সেনা নিহত হয়েছে।
এদিকে লেবাননের হেজবোল্লা বিবৃতিতে দাবি করেছে যে ইজরায়েলের রাজধানী তেল আভিভে তেল নফ বিনামঘাঁটিতেও ড্রোন হামলা চালানো হয়েছে।
ইরানে 'সামরিক টার্গেটে সুনির্দিষ্ট হামলা' চালানোর সময় ইজরায়েল তার প্রথম সারির যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।
হামলার জন্য ইজরায়েল তাদের এফ-৩৫ আদির যুদ্ধবিমান, এফ-১৫আই রাম গ্রাউন্ড অ্যাটাক জেট এবং এফ-১৬আই সুফা এয়ার ডিফেন্স জেট মোতায়েন করেছে। পছন্দের অস্ত্র ছিল 'র্যাম্পেজ' দূরপাল্লার, সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং 'রকস' এক্সটেন্ডেড স্ট্যান্ড-অফ এয়ার-টু-সারফেস মিসাইল।
রাশিয়ার বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, ইরানে ইজরায়েলের হামলার পর পশ্চিম এশিয়ায় সংঘাত বিস্ফোরক মাত্রা নিয়েছে। উত্তেজনা প্রশমনে এখনই গুরুত্ব দেওয়া জরুরি।
HEZBOLLAH IRAN ISRAEL
ইজরায়েলের ঘাঁটিতে আঘাতের দাবি হেজবোল্লার, হামলা ঠেকানোর দাবি ইরানের
×
Comments :0