হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজ। হিমাচল প্রদেশ বিধানসভার ৬৮ জন সদস্য নির্বাচনের জন্য সকাল ৮টায় পার্বত্য রাজ্যে ভোট শুরু হয়েছে৷ ভোটার উপস্থিতি বাড়াতে বিশেষ প্রস্তুতির ওপর জোর দিয়েছে নির্বাচন কমিশন। ভোট গণনা এবং ফলাফল আগামী ৮ ডিসেম্বর ২০২২-এ। ভোটের প্রচারে উগ্র হিন্দুত্ববাদকেই সামনে নিয়ে এসেছে বিজেপি। অন্যদিকে কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল পুরোনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার। সীমিতভাবে হলেও এরাজ্যে নির্বাচনী লড়াইয়ে বিজেপি হটানোর আহ্বান জানিয়েছে সিপিআই(এম)। তারা আরও জানিয়েছে রাজ্যে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হলে অ-বিজেপি শক্তিকেই সমর্থন জানাবে তারা।
হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২-এ সকাল ১১ টা পর্যন্ত প্রায় ১২ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন। এখানে নির্বাচনী এলাকাভিত্তিক ভোটদানের প্রবণতা রয়েছে।
শাহপুর ১১%
সুন্দরনগর ২৩%
নাদাউন ১৩%
ফতেপুর ২০%
ছাম্বা ৮%
কারসোগ ২৩%
যোগীন্দরনগর ২৪%
সরকাঘাট ২০%
দুন ৭%
Comments :0