Dengue

ডেঙ্গু আক্রান্ত দুই শিশুর মৃত্যু

রাজ্য

Dengue

আবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুভ হলো নয় বছরের স্কুল ছাত্র মহম্মদ জিশান রাজার। বাড়ি সালকিয়া ১০৭ নম্বর পিলখানা দ্বিতীয় বাই লেনে। পরিবার সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার জিশানের জ্বর হলে বাবা মহম্মদ রিজুয়ান স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক জ্বর কমানোর জন্য ঔষধ দিলেও তাতে জ্বর কমেনি। ফলে বাধ্যা হয়ে চিকিৎসকের পরামর্শ মতো ডেঙ্গু পরীক্ষা করলে জানা যায় জিশান ডেঙ্গুতে আক্রান্ত। বাড়িতেই চিকিৎসা চললেও শরীর বেশি খারাপ হলে মঙ্গলবার পরিবারের লোকজনেরা জিশানকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বুধবার দুপুরে জিশানের মৃত্যুা হয়। জিশানের মৃত্যুসর খবরে এলাকায় শোকের আবহ তৈরি হয়। স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা অভিযোগ করেন এলাকায়  মশার উপদ্রব বেড়েই চলেছে। বারেবারে কর্পোরেশনে জানালেও কোন ব্য বস্থা গ্রহণ করা হয়নি। তাদের অভিযোগ নিয়মিত এলাকায় জঞ্জাল পরিস্কার করা হয়না। এমনকি নিয়মিত এলাকার নালা নর্দমা পরিস্কার করা হয়না। মশা মারার ঔষধ নিয়মিত দেওয়া হয়না। তাদের দাবি এলাকা অপরিস্কার থাকার জন্য মশার উপদ্রব বাড়ছে। তাদের আরও অভিযোগ পিলখানা অঞ্চলে প্রতিদিন বহু মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছেন। পরীক্ষা করে পরে জানতে পারা যাচ্ছে তাদের ডেঙ্গু হয়েছে।


এই নিয়ে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাগুইআটি ও হাওড়ায় দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেল। জানা গেছে এদিন সকালে বাগুইআটির ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়। বাগুইআটির পূর্ব নারায়ণতলার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আট বছরের ঋিত্বিকা সাউ বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, তার রিপোর্টে এনএস ১ পিজিটিভ পাওয়া যায়।
 

Comments :0

Login to leave a comment