জয়ন্ত সাহা, অমিত দেব, শম্ভুচরণ নাথ
জায়গায় জায়গায় থেমে যেতে হচ্ছে মিছিলকে। ভিড় করছেন মানুষ। মাইক নেই। খালি গলায় ডিওয়াইএফআই নেতৃবৃন্দ ব্যাখ্যা করছেন কেন পদযাত্রা। শুক্রবার ‘ইনসাফ যাত্রা’-র গোড়ার দিনেই এই দৃশ্য দেখা গিয়েছে কোচবিহার থেকে আলিপুরদুয়ারে।
এদিন সকালে কোচবিহার থেকে শুরু হলো পদযাত্রা। রাতে আলিপুরদুয়ারে কর্মচারী ভবনের নামনে হয়েছে সভা। পদযাত্রা চলবে সারা রাজ্যে। ৭ জানুয়ারি সমাবেশ ব্রিগেডে। কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, দুর্নীতিবাজ আর দাঙ্গাবাজদের হটানোর স্লোগান তুলে পথ হাঁটছেন যুব নেতৃবৃন্দ।
শুধু যুবরাই নয়, মহিলাদের বড় অংশকে বারবার পথের বিভিন্ন জায়াগায় দেখা গিয়েছে। আলিপুরদুয়ার চেকপোস্ট থেকে বীরপাড়া মোড় হয়ে মিছিল পৌঁছায় আলিপুরদুয়ার চৌপথিতে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সম্বর্ধনা দেয় পদযাত্রীদের। রাত আটটা নাগাদ পৌঁছায় কর্মচারী ভবনে। সেখানে সম্বর্ধনা জানায় ‘১২ই জুলাই কমিটি’। সভায় বক্তব্য রাখছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। মাঝে কলেজ হল্টে সম্বর্ধনা দেওয়া হয়।
সভাপতিত্ব করছেন সংগঠনের জেলা সভাপতি বাপন গোপ, বক্তব্য রেখেছেন জেলা সম্পাদক রাজু ব্যানার্জিও। প্রাক্তন যুব নেতৃবৃন্দকে সম্বর্ধনা দেওয়া হয়।
রাস্তায় বারবার পদযাত্রীদের আটকে জনতা শুনিয়েছে অভাব, অভিযোগ, বঞ্চনা আর সন্ত্রাসের কথা। শহীদ বেদীতে মাল্যদানের পর কোচবিহার জেনকিনস স্কুলের সামনে ইনসাফ যাত্রার সূচনা সভার পর শুরু হয় পথ চলা। ২৭ কিমি পথ হেঁটে আলিপুরদুয়ার শহরে পৌঁছায় পদযাত্রা। কোর্ট মোড়ে তিল ধারণের জায়গা ছিল না।
কুটিপাড়ার নিশা দেবনাথ, দীপালী শীল, রিনা খাতুনের মতো প্রায় জনা কুড়ি মহিলা মীনাক্ষী মুখার্জীকে জানালেন, যখন ১০০ দিনের কাজ হতো তখনও আমাদের কাজ দেয়নি গ্রাম পঞ্চায়েত। আবার দিলরুবা বিবি, সাকিনা বিবি বললেন, ১৪ দিন কাজ করেও টাকা পাইনি। আপনারা আসবেন শুনে সকাল থেকে দাঁড়িয়ে আছি। বঞ্চনার প্রতিকার করুন।
পরিযায়ী শ্রমিকরা এসে সমস্যা জানিয়েছেন পদযাত্রীদের। গ্রামে কাজ নেই। যেতে হচ্ছে অন্য রাজ্যে। রয়েছেন অনিশ্চিত অবস্থায়। হুঁশ নেই পঞ্চায়েত বা সরকারের।
মীনাক্ষী মুখার্জি বলেছেন, ‘‘কৌন করেগা ইনসাফ! কে দেবে ন্যায়! কে এনে দেবে অধিকার! যারা নবান্নতে বসে আছেন, তারা দিতে পারবে না। কারণ ফেল করে গেছেন তারা। দেশের বিজেপি সরকার দেশকে বিক্রি করার কাজে মগ্ন তাই তারাও এর কিছুই দিতে পারবে না। তাই এই ইনসাফ যাত্রা।’’
শুক্রবার ৩ নভেম্বর ডিআইএফআই’র ৪৪তম প্রতিষ্ঠা দিবস। তাই সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিন সূচনা হয় এই কর্মসূচির। পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংগঠনের সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য, রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত, ইব্রাহিম আলি, অয়নাংশু সরকার, সুশীল মাহাতো, সপ্তর্ষি দেব, আকবর আলি, শম্ভু চৌধুরী, সুধাংশু প্রামাণিক প্রমুখ।
Comments :0