icc

নিরপেক্ষ হতে হবে আইসিসিকে দাবি বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টার

খেলা

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোমবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দপ্তরে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে বাংলাদেশ দল নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে বিসিবিকে চিঠি দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ। তিনি দাবি করেন আইসিসি’র নিরাপত্তা বিভাগ চিঠিতে বলেছে, তিনটি বিষয় হলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়বে। এই তিনটি বিষয় হল, বাংলাদেশ দলে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের উপস্থিতি, বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ভারতে বাংলাদেশের সমর্থকদের ঘুরে বেড়ানো এবং বাংলাদেশের আসন্ন নির্বাচন। এই নিরাপত্তা বিভাগের এই কথা প্রমাণ করে, ভারতে বিশ্বকাপ খেলার কোনও পরিবেশ নেই। সেখানে বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। আইসিসি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকলে আমাদের অবশ্যই শ্রীলঙ্কায় খেলার সুযোগ হওয়া উচিত। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে নতিস্বীকার করব না।
উপদেষ্টার কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘‘আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।’’ তিনি বিকল্প ভেন্যুর দাবি করে সংবাদ সম্মেলনে উপদেষ্টা সাফ জানিয়ে দেন, আইসিসিকে ভারতের নিয়ন্ত্রণমুক্ত হয়ে কাজ করতে হবে। ক্রিকেটের ওপর কারও একচেটিয়া থাকা উচিত না। আইসিসি যদি সত্যিই গ্লোবাল অর্গানাইজেশন হয় এবং ভারতের কথায় ওঠবস না করে, তবে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করবো না। ক্রীড়া উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যদি সত্যিকার অর্থে একটি বিশ্ব সংস্থা হয় এবং ভারতের ইচ্ছায় পরিচালিত না হয়, তাহলে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে। এ বিষয়ে বাংলাদেশ কোনো ধরনের আপস করবে না বলেও স্পষ্ট করে জানিয়েছেন তিনি। ভারতের নিরাপত্তা ব্যবস্থার কড়া সমালোচনা করে তিবনি বলেন, বিশ্বকাপের মতো বড় আসরে কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের উপস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকির এমন বার্তা বিসিবি তথা বিশ্ব ক্রিকেটের জন্যই বিরল। 
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার অভিযোগ নাচক করে দিয়ে এদিন আইসিসি’র এক আধিকারিক জানান,‘‘ভারতে নিরাপত্তার আশঙ্কার বিষয়ে আইসিসি’র পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল যা বলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহিন। আইসিসি’র পক্ষ থেকে কখনও বলা হয়নি যে মুস্তাফিজুরকে দলে রাখলে সমস্যা হবে। এ বিষয়ে মিথ্যা বলা হচ্ছে। আইসিসি’র পক্ষ থেকে সরকারিভাবে এরকম কোনও পরামর্শ দেওয়া হয়নি।’’
ক্রীড়া উপদেষ্টার এই বক্তব্যের পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, উপদেষ্টার উল্লেখ করা বিষয়টি মূলত নিরাপত্তা হুমকি সম্পর্কিত আইসিসি ও বিসিবির অভ্যন্তরীণ আলোচনার একটি অংশ। এটি বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধের প্রেক্ষিতে আইসিসির সরাসরি বা আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নয়। বিসিবি এখনও ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির চূড়ান্ত উত্তরের অপেক্ষায় রয়েছে।

Comments :0

Login to leave a comment