Weather

বঙ্গে শীতবিদায় পর্ব শুরু, তবুও জেলায় জারি কুয়াশার সতর্কতা

রাজ্য কলকাতা

 

বঙ্গে বাজতে চলেছে শীত বিদায়ের ঘন্টা। সপ্তাহান্তে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও, নতুন সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে তা বাড়তে পারে বলে জানাচ্ছে  হাওয়া অফিস। তবে জেলাগুলিতে জারি থাকছে কুয়াশার সতর্কতা। সুতরাং, হালকা ঠান্ডা থাকলেও মোটের উপর মনোরম  থাকতে চলেছে সরস্বতী পুজোর সময়ের আবহাওয়া। 
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে শুস্ক আবহাওয়ায় বিরাজ করবে। শনিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে,যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। রবিবারও এই চিত্রের বিশেষ পরিবর্তন হবেনা বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহের শুরুতে কলকাতা সহ অধিকাংশ জেলাতেই কমতে চলেছে শীতের আমেজ।সেই সময় প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। 
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রাও স্বাভাবিকের আশেপাশেই ঘোরাঘুরি করবে। আপাতত অবস্থার বিশেষ পরিবর্তন ঘটবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। 
তবে কুয়াশার প্রভাব জারি রাজ্য জুড়ে। ফলত দক্ষিণ থেকে উত্তর দুই বঙ্গের একাধিক রাজ্যে জারি কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গের  বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান সহ হুগলিতেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায়ও জারী ঘন কুয়াশার সতর্কতা। আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত একই অবস্থা জারি থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।  

Comments :0

Login to leave a comment