Trinamool worker at Modi's rally

"সিঙ্গুর থেকে কারখানা গিয়ে বিপদ হয়েছে" মোদী'র সভায় বললেন তৃণমূলকর্মী

রাজ্য জেলা

রবিবার সিঙ্গুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় যোগ দিতে এসেছিলেন তৃণমূলের গ্রাম কমিটির এক সদস্য পাঁচুগোপাল কোলে। তিনি বললেন, কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলাম, ভেবেছিলাম পরিবর্তন হবে।কিন্তু ক্ষতি হচ্ছে। সিঙ্গুর থেকে কারখানা গিয়ে বিপদ হয়েছে। আমরা তা চাইনি।বিস্তারিত ভিডিওতে..... 

 

Comments :0

Login to leave a comment