পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপি দুই শক্তির বিরুদ্ধে লড়বে সিপিআই(এম)। এই দুই শক্তির বিরুদ্ধে লড়তে প্রস্তুত সব শক্তিকে একজোট করার চেষ্টা চালাবে পার্টি।
রবিবার সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির বিবৃতিতে এই লক্ষ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে তৃণমূল এবং বিজেপি এই দুই দলই মেরুকরণ করছে। তিরুবনন্তপুরমে তিন দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর এই বিবৃতি জারি করা হয়েছে।
এসআইআর সম্পর্কে বিবৃতিতে বলা হয়েছে যে এটি আসলে বিজেপি এবং আরএসএসের রাজনৈতিক প্রকল্প। অনুগত নির্বাচন কমিশনকে দিয়ে সেই প্রকল্প কার্যকর করা হচ্ছে। এসআইআর-র বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্রচার চালাবে পার্টি। সেইসঙ্গে কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে তার জন্য সক্রিয় থাকবে।
কেন্দ্রীয় কমিটি বলেছে নাগরিকত্ব নির্ধারণের দায়িত্ব হাতে তুলে নেওয়ার যে চেষ্টা নির্বাচন কমিশন করছে তাকে প্রতিরোধ করার লড়াই চলবে।
বিবৃতিতে জানানো হয়েছে কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের ফের জয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ চালাবে সিপিআই(এম)। কেরালায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রচার চালানো হবে।
কেন্দ্রীয় কমিটি কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারকে অভিনন্দন জানিয়েছে চরম দারিদ্র্য দূরীকরণে সাফল্যের জন্য। পাশাপাশি চার শ্রম কোড রাজ্যে চালু না করার যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা নিয়েছে তাকে অভিনন্দন জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ডিএমকে এবং তার সহযোগী দলগুলির সঙ্গে মিলে লড়াই চালাবে বিজেপি এবং তার সহযোগীদের পরাস্ত করার জন্য। আসামে তীব্র সাম্প্রদায়িক বিজেপি সরকারকে পরাজিত করতে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক জোট করার লড়াই চালাবে সিপিআই(এম)।
কেন্দ্রের বিজেপি সরকার প্রসঙ্গে কেন্দ্রীয় কমিটি তীব্র সমালোচনা করেছে চার শ্রম কোড চালু করার সিদ্ধান্তকে। পাশাপাশি প্রায় বিনা আলোচনায় ১০০ দিনের কাজের আইন বাতিল করে বিকশিত ভারত জি-রামজি আইন পাস করানোর সমালোচনা করেছে। পরমাণু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ এবং বিমাক্ষেত্রে ১০০% বিদেশী বিনিয়োগের বিল পাস করানোর বিরোধিতায় সংগ্রাম জারি রাখার কথা জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।
পাশাপাশি, প্যালেস্টাইন এবং ভেনেজুয়েলা দুদেশের ক্ষেত্রেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ভূমিকাকে শোচনীয় বলেছে কেন্দ্রীয় কমিটি। স্বাধীন বিদেশ নীতির অবস্থান বিসর্জন দেওয়ার নিন্দা করেছে।
CPI(M)
রাজ্যে তৃণমূল-বিজেপিকে হারাতে সব শক্তিকে একজোট করাই লক্ষ্য, জানালো কেন্দ্রীয় কমিটি
×
Comments :0