পহেলগামের সন্ত্রাসবাদী হামলার পর জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় চলছে সেনা ও পুলিশের যৌথ অভিযান। বৃহস্পতিবার উধমপুরে অভিযানের সময় গুলি লেগেছিল সেনা জওয়ান ঝণ্টু আলি শেখের। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। শেষ পাওয়া খবরে জানা গেছে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া সেনাবাহিনী ও উগ্রপন্থীদের মধ্যে গুলির লড়াই এখনও চলছে। এই গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন এক সেনা জওয়ান। নিহত জওয়ানের নাম ঝন্টু আলি শেখ। নদিয়ার পাথরঘাটা এলাকার বাসিন্দা। এই খবরের পরেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা নিহও জওয়ানের বাড়িতে হাজির হন। মৃত জওয়ানের বৌদি অনিন্দিতা শেখ বলেন, ‘‘ আমার স্বামীও ভারতীয় সেনায় রয়েছেন। তিনি এখন কাশ্মীরেই রয়েছেন। সেনার তরফে বৃহস্পতিবার আমাকে ফোন করে আমার স্বামীর ফোন নম্বর চেয়ে নেয়। তাপর আমি আমার স্বামীকে ফোন করে জানতে চাইলাম কি বলল সেনারা ফোন করে। উত্তরে স্বামী জানালেন, ঝন্টু আর আমাদের মধ্যে নেই।’’ কান্নায় ভেঙে পড়ে নিহত জওয়ানের বৌদি বলেন, ‘‘আমার দেওর প্যারা কমান্ডার। ২০০৮ সালে এই চাকরি পান। তাঁর একটি ছেলে ও একটি ময়ে রয়েছে। কি করে, কেন এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। সেনার তরফে যা বলা হয়েছে তা আমার স্বামীকেই বলেছে।’’
পুলিশ সূ্রে খবর গুলির লড়াই চলাকালীন জখম হন সেনা জওয়ান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। জানা গেছে অনেক গুহা রয়েছে জঙ্গলের ভিতরে। সেই গুহাতে অনায়াসেই লুকিয়ে থাকা যায়। সেই কারণেই অত্যন্ত সতর্ক হয়েই অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী। কিন্তু উগ্রপন্থীদের গুলিতে নিহত হয়েছেন ঝন্টু আলি শেখ। আহত হয়েছেন আরও দুই জওয়ান। সূত্রে জানা গেছে, মৃতসেনা জওয়ান ভারতীয় সেনাবাহিনীর এলিট স্পেশাল ফোর্স ইউনিটের একজন প্যারা কমান্ডো ছিলেন। আহত দুই জওয়ানও একই ব্যাটালিয়নের। নিহত জওয়ানের পরিবার জানিয়েছেন, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ জখম হওয়ার খবর পাই, পরে জানতে পারি মৃত্যু হয়েছে।
জানা গেছে, জম্মু ও কাশ্মীরের উধমপুরের দুদু-বসন্তগড় এলাকায় উগ্রপন্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। অভিযানে যৌথ ভাবে রয়েছে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। এখনও চলছে গুলির লড়াই। ঘটনায় প্রাণ হারিয়েছেন নদীর ঝন্টু শেখ। জখম হয়েছেন দুই জওয়ানও।
Indian Army Soldier Killed In Udhampur
জওয়ান দাদাই জানালেন ঝন্টু আর নেই

×
Comments :0