ইডেন টেস্টে ৩০ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ভারতীয় দল। ২২ অক্টোবর গুয়াহাটিতে শুরু দ্বিতীয় টেস্ট। বুধবার গুয়াহাটি উড়ে যাওয়ার আগে, মঙ্গলবার ইডেনে তিনঘণ্টার প্র্যাকটিস করবে ভারতীয় দল। ক্রিকেটের নন্দনকাননে সিরিজে ফেরার প্রস্তুতি সারবে টিম ইন্ডিয়া।
তবে এই অনুশীলনে ভারত অধিনায়ক শুভমন গিলের থাকার সম্ভাবনা নেই। বুধবার দলের সঙ্গে গুয়াহাটির বিমানে উঠবেন না, বলেই খবর। যেহেতু তাঁর ঘাড়ে চোট। তাঁকে চিকিৎসকরা বিমানে যাওয়ার অনুমতি দেননি। বিমানে বসলে ঘাড়ের সমস্যা আরও বাড়তে পারে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন গিল। চিকিৎসকদের পরামর্শ নিয়ে, বৃহস্পতিবার তিনি কলকাতা ছাড়তে পারেন বলেই খবর। ভারত অধিনায়কের চোটের যা অবস্থা, তাঁকে গুয়াহাটিতে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিতেই পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টানা দু’মাস ধরে তিন ফরম্যাটে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন তিনি। গিল না খেলতে পারলে, দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। গিলের পরিবর্তে কে খেলবেন? সাই সুদর্শন ও দেবদত্ত পাড্ডিকালের মধ্যে যে কোনও একজন।
কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকারের কড়া সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় পেসার সাই সুদর্শন। তিনি বললেন, ‘সাদা বলের ক্রিকেটে আমরা দুর্ধর্ষ দল। কিন্তু লাল বলের ক্রিকেটে এই ধরনের খাঁজা পরিকল্পনা নিয়ে খেললে, আমরা কখনই বিশ্বের সেরা টেস্ট দল হতে পারবো না। দল নির্বাচন অদ্ভুত, থিঙ্কট্যাঙ্কের অতিরিক্ত ভাবনা-চিন্তা দলকে ডুবিয়ে দিচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র ছাড়া, টেস্টে ক্রিকেটে ভারতীয় দলের ফলাফল খুবই খারাপ।’
Shubhman Gill
ইডেনে প্র্যাকটিস, বৃহস্পতিবার শহর ছাড়বেন গিল
×
Comments :0